Logo

খেলা

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ জুলাই ২০২৫, ১৫:০২

টস জিতে ব্যাটিংয়ে শ্রীলঙ্কা

ছবি : ক্রিকইনফো

সাদা পোশাকের হতাশা ভুলে রঙিন জার্সিতে নতুন শুরুর স্বপ্ন নিয়ে মাঠে নেমেছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টস জিতে শুরুতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন স্বাগতিক অধিনায়ক চারিথ আসালাঙ্কা।

কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে ম্যাচটি শুরু হয়েছে বাংলাদেশ সময় বিকেল ৩টায়। এ ম্যাচ দিয়েই ওয়ানডেতে নতুন নেতৃত্বে পথচলা শুরু করল বাংলাদেশ। দলের হাল ধরেছেন মেহেদী হাসান মিরাজ। ওয়ানডে ক্রিকেটে এক নতুন যুগের সূচনা হলো পঞ্চপাণ্ডবহীন বাংলাদেশ দলের।

টানা দুই দশক পর প্রথমবার এক ম্যাচেও দেখা যাচ্ছে না মাশরাফি, তামিম, সাকিব, মুশফিক কিংবা মাহমুদউল্লাহর কাউকে। কাকতালীয়ভাবে, এই দৃশ্যের (২০০৫ সালে) সাক্ষী আগেরবারও ছিল প্রেমাদাসা স্টেডিয়াম।

আজকের বাংলাদেশে একাদশে রয়েছে দুই অভিষেক। প্রথমবারের মতো ওয়ানডে ক্যাপ হাতে পেলেন উইকেটকিপার–ব্যাটার পারভেজ হোসেন ইমন ও বাঁহাতি স্পিনার তানভীর ইসলাম। অন্যদিকে স্বাগতিক শিবিরেও রয়েছে এক নতুন মুখ। প্রথমবারের মতো লঙ্কান জার্সিতে ওয়ানডে খেলতে নামছেন পেস অলরাউন্ডার মিলান রত্নায়েকে।

বাংলাদেশ একাদশ
তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাজমুল হোসেন শান্ত, লিটন দাস (উইকেটকিপার), তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), জাকের আলী অনিক, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, তানভীর ইসলাম ও মুস্তাফিজুর রহমান।

শ্রীলঙ্কা একাদশ
নিশান মাদুস্কা, পাথুম নিশাঙ্কা, কুশল মেন্ডিস, কামিন্দু মেন্ডিস, চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), জানিথ লিয়ানাগে, মিলান রত্নায়েকে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মহিশ থিকশানা, ইশান মালিঙ্গা ও আসিথা ফার্নান্দো।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর