Logo

খেলা

ফিফা ক্লাব বিশ্বকাপ

পালমেইরাসকে কাঁদিয়ে সেমিতে চেলসি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৫ জুলাই ২০২৫, ১০:১৬

পালমেইরাসকে কাঁদিয়ে সেমিতে চেলসি

গোল করা পালমারকে নিয়ে এনজোর উদযাপন | ছবি : এএফপি

ফিফা ক্লাব বিশ্বকাপে ব্রাজিলিয়ান ক্লাবগুলো বরাবরই চমক দেখিয়ে আসছে। এবারও তার ব্যতিক্রম নয়। তবে চেলসির বিপক্ষে শেষ পর্যন্ত কাঁদতে হলো পালমেইরাসকে। গোলরক্ষক ওয়েভারটনের এক ভুলে ২-১ গোলের জয় নিয়ে সেমিফাইনালে চলে গেছে ইংলিশ জায়ান্ট চেলসি।

শনিবার (৫ জুলাই) ভোরে যুক্তরাষ্ট্রের ফিলাডেলফিয়ায় লিংকন ফাইন্যান্সিয়াল ফিল্ডে ম্যাচের ১৬ মিনিটেই এগিয়ে যায় চেলসি। গোল করেন তরুণ ইংলিশ মিডফিল্ডার কোল পালমার। প্রথমার্ধে গোল ছাড়াও বলের দখল ও আক্রমণে একচেটিয়া আধিপত্য ছিল ব্লুজদের।

দ্বিতীয়ার্ধে ফিরে দারুণ এক গোল করে ম্যাচে সমতা ফেরান ১৮ বছর বয়সী ব্রাজিলিয়ান উইঙ্গার এস্তেভাও উইলিয়ামস। ৫৩ মিনিটে বক্সের কোণা থেকে বাঁ পায়ে দুর্দান্ত শটে জালে বল জড়ান তিনি।

তবে শেষ হাসি হেসেছে চেলসিই। ম্যাচের ৮৩ মিনিটে গোলরক্ষক ওয়েভারটনের ভুলে দ্বিতীয় গোলটি পায় ইংলিশ ক্লাবটি। লুইস গুস্তোর নেওয়া শটটি পালমেইরাসের এক ডিফেন্ডারের পায়ে লেগে দিক পরিবর্তন করে ওয়েভারটনের সামনে গিয়ে পড়ে। ঠিকঠাক প্রতিক্রিয়া না দিতে পারায় বল জালে জড়িয়ে যায়।

এই জয়ের ফলে ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ফ্লুমিনেন্সের মুখোমুখি হবে চেলসি। ব্রাজিলিয়ান ক্লাবটি গত রাতে কোয়ার্টার ফাইনালে আল হিলালকে ২-১ গোলে হারিয়ে শেষ চারে এসেছে। 

উল্লেখ্য, চলতি টুর্নামেন্টে অংশ নিয়েছিল ব্রাজিলের চারটি ক্লাব। চার দলই শেষ ষোলো পার করলেও শেষ আটে উঠেছে দুই দল, সেখান থেকে সেমিতে টিকে রইল একমাত্র ফ্লুমিনেন্স।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর