
তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে শ্রীলঙ্কার বিপক্ষে ২৪৮ রানেই গুটিয়ে গেছে বাংলাদেশ। শনিবার (৫ জুলাই) কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করে ৪৫.৫ ওভারে অলআউট হয়ে যায় টাইগাররা।
ইনিংসের ভিত্তি গড়েন দুই ফিফটিকার পারভেজ হোসেন ইমন ও তাওহিদ হৃদয়। দলের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার পারভেজ।
ওপেনার তানজিদ হাসান তামিম ফিরে যান মাত্র ৯ রানে। অধিনায়ক নাজমুল হোসেন শান্তও ফিরেছেন ১৪ রানে। আরেক ওপেনার পারভেজ ৬৯ বলে ৬৭ রানের দারুণ ইনিংস খেলেন।
মাত্র ৯ রান করে ফিরেন মেহেদী হাসান মিরাজ। কিছুটা লড়াই করার চেষ্টা করেন তাওহিদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারী। শামীম থিতু হয়েও ২২ রানে ফিরে যান।
হৃদয় ও জাকের আলী অনিক ষষ্ঠ উইকেটে ৪৫ রানের জুটি গড়ে দলের হাল ধরার চেষ্টা করেন। হৃদয় ৬৯ বলে ৫১ রানের ইনিংসে ক্যারিয়ারের অষ্টম ওয়ানডে ফিফটি পূর্ণ করেন। তবে দ্বিতীয় রান নেওয়ার চেষ্টায় রানআউট হয়ে থেমে যায় তার ইনিংস।
হৃদয়ের বিদায়ের পর মাত্র ১৪ রানের ব্যবধানে ৪ উইকেট হারিয়ে বিপর্যয়ের মুখে পড়ে বাংলাদেশ। শেষদিকে কিছুটা ঝড় তোলেন তানজিম হাসান সাকিব। ২১ বলে ৩৩ রানের ইনিংসে দুটি চার ও দুটি ছক্কা হাঁকান। তবে মুস্তাফিজুর রহমান (০), তানভীর ইসলাম (৪) ও হাসান মাহমুদ (০) তাকে সঙ্গ দিতে ব্যর্থ হন।
শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো নেন সর্বোচ্চ ৪ উইকেট। তিন উইকেট নেন ভানিন্দু হাসারাঙ্গা।
এমবি