
তানভীরের ঘূর্ণিতে শ্রীলঙ্কাকে হারাল বাংলাদেশ। ছবি : এএফপি
তানভীর ইসলামের জাদুকরী ঘূর্ণিতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে স্বাগতিক শ্রীলঙ্কাকে ১৬ রানে হারিয়েছে টাইগাররা। ম্যাচে ৩৯ রানে ৫ উইকেট নিয়ে নায়ক বাঁ-হাতি স্পিনার তানভীর ইসলাম।
এ জয়ে আইসিসি ওয়ানডে র্যাংকিংয়ে এক ধাপ এগিয়ে নবম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সিরিজের প্রথম ম্যাচে ৭৭ রানে হেরে পিছিয়ে পড়েছিল সফরকারীরা। ফলে তিন ম্যাচ শেষে দুই দলই এখন ১-১ সমতায়।
শনিবার (৫ জুলাই) কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাট করতে নেমে তৃতীয় ওভারে ওপেনার তানজিদ হাসানকে হারিয়ে শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ।
তবে আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন ও নাজমুল হোসেন শান্তের ব্যাটে ঘুরে দাঁড়ায় দল। শান্ত ১৪ রানে ফেরার পর হাল ধরেন ইমন। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম ফিফটি তুলে নিয়ে ৬৯ বলে ৬৭ রান করেন তিনি। মারেন ৬টি চার ও ৩টি ছক্কা।
মিডল অর্ডারে মেহেদী হাসান মিরাজ (৯) ও শামীম হোসেন (২২) সুবিধা করতে না পারলেও তাওহিদ হৃদয় ৫১ রানের কার্যকর ইনিংস খেলেন।
জাকের আলির (২৪) সঙ্গে ষষ্ঠ উইকেটে গড়েন ৪৫ রানের জুটি। শেষদিকে তানজিম হাসানের ২১ বলে ৩৩ রানের ঝড়ো ইনিংসে ৪৮.৫ ওভারে ২৪৮ রানে অলআউট হয় বাংলাদেশ।
শ্রীলঙ্কার হয়ে আসিথা ফার্নান্দো ৪টি ও হাসারাঙ্গা ডি সিলভা নেন ৩ উইকেট।
জবাবে ব্যাট করতে নেমে কুশল মেন্ডিসের ব্যাটে উড়ন্ত সূচনা করে শ্রীলঙ্কা। ২০ বলে ফিফটি তুলে নেওয়া কুশল ৩১ বলে করেন ৫৬ রান। তবে এরপর তানভীর ইসলামের স্পিনে ধসে পড়ে লঙ্কান ব্যাটিং। কুশল, কামিন্দু মেন্ডিস (৩৩), ওয়েলালাগে (১) ও থিকশানাকে (২) ফিরিয়ে ৫ উইকেট পূর্ণ করেন তানভীর।
১৭০ রানে ৮ উইকেট হারিয়ে হারের মুখে থাকা লঙ্কানদের লড়াইয়ে ফেরান জানিথ লিয়ানাগে ও দুসমন্থ চামিরা। নবম উইকেটে ৫৩ বলে গড়েন ৫৮ রানের জুটি। লিয়ানাগে ৭৮ রান করে ফিরলে ভাঙে সেই জুটি। ৪৯তম ওভারে চামিরাকে (১৩) বোল্ড করে ম্যাচের ইতি টানেন তানজিম হাসান। ২৩২ রানে গুটিয়ে যায় শ্রীলঙ্কা।
বাংলাদেশের হয়ে তানভীর ৫টি, তানজিম ২টি, মুস্তাফিজ, মিরাজ ও শামীম ১টি করে উইকেট নেন।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে আগামী ৮ জুলাই।
এমবি