
এএফসি এশিয়ান কাপের বাছাইপর্বে সফলভাবে শেষ করে দেশে ফিরেছে বাংলাদেশ নারী ফুটবল দল।
রোববার (৬ জুলাই) দিবাগত রাত পৌনে ২টার দিকে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছায় আফিদা-ঋতুপর্ণারা।
এ সময় খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান ও মিষ্টিমুখ করান বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) কর্মকর্তারা। এরপরই নারী দল রওনা হয় সংবর্ধনার উদ্দেশ্যে রাজধানীর হাতিরঝিলের এম্ফিথিয়েটারের দিকে।
২০২২ ও ২০২৪ সালে সাফ চ্যাম্পিয়নশিপ জয়ের পর ছাদখোলা বাসে সংবর্ধনা পেয়েছিল নারী ফুটবল দল। এবার যদিও ছাদখোলা বাস ছিল না, তবে বাফুফের নিজস্ব বাসকে সাজানো হয়েছে বিশেষভাবে। খেলোয়াড়দের ছবি আর এশিয়ান কাপ বাছাইয়ের গৌরবময় মুহূর্ত দিয়ে মুড়ে দেওয়া হয়েছে সেই বাস। ওই বাসেই হাতিরঝিলের পথে যাত্রা করে নারী ফুটবল দল।
হাতিরঝিলের এম্ফিথিয়েটারে বাফুফের পক্ষ থেকে আয়োজন করা হয়েছে নারী ফুটবল দলের জন্য বিশেষ সংবর্ধনার।
২০২৬ এশিয়ান কাপের বাছাইপর্বে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছে বাংলাদেশ নারী ফুটবল দল।
বাহরাইনকে ৭-০, মিয়ানমারকে ২-১ এবং তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে হারিয়ে ‘সি’ গ্রুপের চ্যাম্পিয়ন হয়েছে লাল-সবুজের মেয়েরা।
এমবি