Logo

খেলা

আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৩:৫৪

আন্তর্জাতিক আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি আর নেই

দীর্ঘদিন ধরে অসুস্থতায় ভুগে না ফেরার দেশে পাড়ি জমালেন আফগানিস্তানের আন্তর্জাতিক ক্রিকেট আম্পায়ার বিসমিল্লাহ জান শিনওয়ারি (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সোমবার দিবাগত মধ্যরাতে (৮ জুলাই) আফগান ক্রিকেট বোর্ড (এসিবি) তার মৃত্যুর খবর নিশ্চিত করে। মৃত্যুকালে শিনওয়ারির বয়স হয়েছিল ৪১ বছর।

আফগান ক্রিকেটের পরিচিত এই মুখ ৩৪টি ওয়ানডে এবং ২৬টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচে আম্পায়ার হিসেবে দায়িত্ব পালন করেছেন। এ ছাড়াও, ৩১টি প্রথম শ্রেণির, ৫১টি লিস্ট ‘এ’ ও ৯৬টি ঘরোয়া টি-টোয়েন্টি ম্যাচেও দায়িত্ব পালন করেছেন তিনি।

অভিজ্ঞ এই আম্পায়ারের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আফগান ক্রিকেট বোর্ড। এক শোকবার্তায় এসিবি বলেছে, বিসমিল্লাহ জান ছিলেন আফগান ক্রিকেটের একজন নিবেদিতপ্রাণ সৈনিক। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। মহান আল্লাহর কাছে তার আত্মার মাগফিরাত কামনা করছি।

শোকবার্তায় আরও বলা হয়, বিসমিল্লাহ জান শিনওয়ারি আমাদের হৃদয়ে ও স্মৃতিতে চিরকাল বেঁচে থাকবেন। আন্তর্জাতিক ক্রিকেট অঙ্গনেও তার এই মৃত্যুতে শোকের ছায়া নেমে এসেছে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর