Logo

খেলা

তারকাদের ফেলে তরুণদের নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৮ জুলাই ২০২৫, ১৯:০৭

তারকাদের ফেলে তরুণদের নিয়ে বাংলাদেশ সফরে আসছে পাকিস্তান

ছবি : সংগৃহীত

চলতি মাসের মাঝামাঝি ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে আসছে পাকিস্তান। ইতোমধ্যে স্বাগতিক বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। ১৫ সদস্যের এই দলে বাবর আজম, মোহাম্মদ রিজওয়ান, শাহীন শাহ আফ্রিদি, শাদাব খান এবং হারিস রউফদের মতো তারকাদের রাখা হয়নি।

মূলত বাবর, রিজওয়ান ও আফ্রিদিকে বিশ্রামে রাখা হয়েছে। তরুণদের আরও বেশি সুযোগ দিতে এ দুটি সিরিজে সিনিয়র খেলোয়াড়দের বিবেচনার বাইরে রেখেছেন পাকিস্তানের সাদা বলের কোচ মাইক হেসন ও নির্বাচকদের প্যানেল। আর বাকি ২ জন হারিস ও শাদাব চোটের কারণে বাংলাদেশ সফর থেকে ছিটকে গেছেন।

সম্প্রতি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) পাকিস্তান-বাংলাদেশ সিরিজের সূচি প্রকাশ করেছে। সবকিছু ঠিক থাকলে ১৬ জুলাই বাংলাদেশের মাটিতে পা রাখবে পাকিস্তান। সিরিজের সব ম্যাচই মাঠে গড়াবে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে। প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ২০ জুলাই। সিরিজের বাকি দুই টি-টোয়েন্টি যথাক্রমে ২২ ও ২৪ জুলাই।

বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচগুলো। সিরিজ শেষে ২৫ জুলাই দেশে ফিরবে পাকিস্তানের ক্রিকেটাররা।

পাকিস্তানের টি-টোয়েন্টি স্কোয়াড : সালমান আলী আঘা, আবরার আহমেদ, আহমেদ দানিয়াল, ফাহিম আশরাফ, হুসেইন তালাত, খুশদিল শাহ, ফখর জামান, হাসান নওয়াজ, মোহাম্মদ আব্বাস আফ্রিদি, মোহাম্মদ হারিস (উইকেটরক্ষক), মোহাম্মদ নাওয়াজ, সাহিবজাদা ফারহান, সাইম আইয়ুব, সালমান মির্জা ও সুফিয়ান মোকিম।

ডিআর/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর