Logo

খেলা

রিয়ালকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৮:২৪

রিয়ালকে উড়িয়ে ক্লাব বিশ্বকাপের ফাইনালে পিএসজি

ফিফা ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে ইউরোপিয়ান দুই শক্তিধর দলের লড়াইয়ে প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি) তুলে নিল দাপুটে জয়। জাবি আলোনসোর নতুন-look রিয়াল মাদ্রিদকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে ফাইনালে জায়গা নিশ্চিত করেছে ফরাসি জায়ান্টরা।

বাংলাদেশ সময় বুধবার দিবাগত রাতে (৯ জুলাই) মার্কিন যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে প্রায় ঘরের মাঠের আমেজেই খেলতে নামে রিয়াল মাদ্রিদ। এদিন গ্যালারির ৯৫ শতাংশই ছিল লস ব্লাঙ্কোস সমর্থকে ঠাসা। কিন্তু মাঠে সব আলো নিজের করে নিল পিএসজি।

ম্যাচের শুরু থেকেই চমকে দেয় কিলিয়ান এমবাপে-বিহীন পিএসজি। খেলার মাত্র ৯ মিনিটেই প্রতিপক্ষ ডিফেন্ডারদের একের পর এক ভুল কাজে লাগিয়ে জোড়া গোল করে এগিয়ে যায় তারা। এরপর আর ফিরে তাকাতে হয়নি। ফরাসি ক্লাবটির পক্ষে ফ্যাবিয়ান রুইজ করেন দুটি গোল। উসমান দেম্বেলে ও গঞ্জালো রামোস একটি করে গোল করে রিয়ালের রক্ষণভাগকে ব্যতিব্যস্ত করে তোলেন পুরো সময়জুড়ে।

রিয়ালের দুর্ভোগ শুরু ম্যাচের আগেই
সেমিফাইনালের ঠিক আগে ইনজুরিতে ছিটকে যান ডান প্রান্তের বড় ভরসা ট্রেন্ট আলেক্সান্ডার-আরনল্ড। তার আগেই কার্ডজনিত কারণে ছিটকে যান ডিফেন্সের উদীয়মান তারকা ডিন হুইজসেন। একসঙ্গে দুই ডিফেন্ডার হারিয়ে খেই হারায় রিয়ালের রক্ষণভাগ।

ম্যাচের প্রথম চার মিনিটেই থিবো কোর্তোয়া দুটি সেভ করে দলকে বাঁচালেও পিএসজির ধারালো আক্রমণ থামাতে পারেননি তিনি। বল দখলের লড়াইয়েও এগিয়ে ছিল পিএসজি—ম্যাচজুড়ে ৬৯ শতাংশ পজেশন, গোলমুখে ১৭ শটের মধ্যে ৭টি ছিল লক্ষ্যে। বিপরীতে রিয়াল মাত্র দুটি অন টার্গেট শট নিতে পারে।

আলোনসোর শুরুতে ধাক্কা
ফিফা ক্লাব বিশ্বকাপ দিয়েই কোচ হিসেবে রিয়াল মাদ্রিদের ডাগআউটে যাত্রা শুরু করেন সাবেক মিডফিল্ডার জাবি আলোনসো। তবে ডাগআউটের প্রথম পরীক্ষায়ই চরম ব্যর্থতা—অগোছালো দল, নতুন ফরমেশনে মানিয়ে না নেওয়া খেলোয়াড়রা এবং ব্যাকলাইনে অভিজ্ঞতার অভাব যেন কাল হয়ে দাঁড়ায়।

পাঁচবারের ক্লাব বিশ্বকাপ জয়ী রিয়াল মাদ্রিদের এমন হারে হতাশ সমর্থকরা। অপরদিকে পিএসজি দেখিয়ে দিল, তারকারা চলে গেলেও দলটা এখনো ভয়ঙ্কর।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর