সন্ধ্যায় মাঠে নামবে বাংলাদেশ, টি-টোয়েন্টিতে ঘুরে দাঁড়ানোর আশা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১০ জুলাই ২০২৫, ০৯:০২

প্রথম টি-টোয়েন্টিতে মাঠে নামার আগে অনুশীলনে বাংলাদেশ | ছবি : ক্রিকইনফো
টেস্ট ও ওয়ানডে সিরিজ হারার পর এবার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কার মুখোমুখি হচ্ছে বাংলাদেশ। বৃহস্পতিবার (১০ জুলাই) সিরিজের প্রথম ম্যাচটি অনুষ্ঠিত হবে ক্যান্ডির প্যাল্লেকেলে আন্তর্জাতিক স্টেডিয়ামে। বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ৩০ মিনিটে শুরু হতে যাওয়া এই ম্যাচটি সরাসরি সম্প্রচার করবে টি-স্পোর্টস।
এ পর্যন্ত এই সফরে কোনো সিরিজ জেতেনি বাংলাদেশ। দুই ম্যাচের টেস্ট সিরিজে ১-০ এবং তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ২-১ ব্যবধানে পরাজিত হয় লাল-সবুজের প্রতিনিধিরা। টি-টোয়েন্টি সিরিজে ঘুরে দাঁড়িয়ে সফর শেষ করার লক্ষ্য নিয়েই মাঠে নামছে দলটি।
চাপের মুখে অধিনায়ক লিটন
টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাসের জন্য সিরিজটি বাড়তি গুরুত্ব পাচ্ছে তার ব্যক্তিগত পারফরম্যান্সের কারণে। ওয়ানডে সিরিজে ছন্দে ছিলেন না এই উইকেটকিপার ব্যাটার। শেষ আট ইনিংসে একবারও পৌঁছাতে পারেননি দুই অঙ্কে, চারবার আউট হয়েছেন শূন্য রানে। ফলে একাদশ থেকেও ছিটকে পড়তে হয়েছে তাকে। তবে নতুন ফরম্যাটে ঘুরে দাঁড়ানোর আশা করছেন লিটন।
সিরিজ শুরুর আগের দিন সংবাদ সম্মেলনে লিটন বলেন, ‘টি-টোয়েন্টি একটা ভিন্ন ফরম্যাট। এখানে আলাদা পরিকল্পনা নিয়ে মাঠে নামতে হয়। আমরা সবাই জানি কীভাবে খেলতে হয়। চেষ্টা থাকবে দল হিসেবে ভালো কিছু করার।’
ওয়ানডে একাদশে জায়গা না পাওয়া প্রসঙ্গে তিনি বলেন, ‘ভালো খেলতে পারিনি বলেই একাদশের বাইরে ছিলাম। তখন চেষ্টা করেছি এই সময়টা টি-টোয়েন্টির জন্য প্রস্তুত হতে কাজে লাগাতে।’
শ্রীলঙ্কার বিপক্ষে দলে ফিরছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। আরব আমিরাত ও পাকিস্তান সিরিজে ইনজুরির কারণে ছিলেন না তারা। মুস্তাফিজ অবশ্য আমিরাতের বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে খেলেছিলেন, এরপর আইপিএলের কারণে আর খেলেননি। তাসকিনের নেতৃত্বে পেস আক্রমণ গত কয়েক বছর ধরে ধারাবাহিকভাবে ভালো করছে। তবে ব্যাটারদের ব্যর্থতায় তাদের অবদান অনেক সময়ই চোখে পড়ে না। এবারের স্কোয়াডে রয়েছে পেস বোলিং অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন, সাথে ব্যাটার নাইম শেখ।
পরিসংখ্যানে এগিয়ে কারা?
টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কার বিপক্ষে মোট ১৭ বার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। এর মধ্যে ৬টিতে জয় পেয়েছে টাইগাররা, ১১টিতে জয়ী শ্রীলঙ্কা। তবে কিছু স্মরণীয় জয়ের স্মৃতি আছে বাংলাদেশের। ২০১৮ সালে কলম্বোতে শ্রীলঙ্কার বিপক্ষেই টি-টোয়েন্টি ফরম্যাটে নিজেদের সর্বোচ্চ দলীয় স্কোর (২১৫-৫) গড়েছিল বাংলাদেশ।
স্কোয়াড
বাংলাদেশ : লিটস দাস (অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, নাইম শেখ, তাওহিদ হৃদয়, জাকের আলি অনিক, শামিম পাটোয়ারি, মেহেদি হাসান মিরাজ, রিশাদ হোসেন, মেহেদি হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমার, শরিফুল ইসলাম, তানজিম হাসান সাকিব ও মো. সাইফুদ্দিন।
শ্রীলংকা : চারিথ আসালাঙ্কা (অধিনায়ক), পাথুম নিশাঙ্কা, কুশাল মেন্ডিস, দিনেশ চান্ডিমাল, কুশাল পেরেইরা, কামিন্দু মেন্ডিস, আভিষ্কা ফার্নান্দো, দাসুন শানাকা, দিনুথ ওয়েলালাগে, ওয়ানিন্দু হাসারাঙ্গা, মাহিশ থিকশানা, জেফরি ভান্ডারসি, চামিকা করুনারত্নে, মাতিশা পাথিরানা, নুয়ান থুশারা, বিনুরা ফার্নান্দো ও এহসান মালিঙ্গা।
- এটিআর