
ক্রিকেট ইতিহাসে রচিত হলো নতুন এক অধ্যায়। পেশাদার পুরুষ ক্রিকেটে প্রথমবারের মতো পাঁচ বলে পাঁচ উইকেট নেওয়ার কীর্তি গড়েছেন আয়ারল্যান্ডের অলরাউন্ডার কার্টিস ক্যাম্ফার। এমন নজিরবিহীন অর্জন এর আগে কখনো দেখা যায়নি আন্তর্জাতিক কিংবা ঘরোয়া পেশাদার পুরুষ ক্রিকেটে।
বৃহস্পতিবার (১০ জুলাই) আয়ারল্যান্ডের ইন্টার-প্রভিন্সিয়াল টি-টোয়েন্টি টুর্নামেন্টে মুন্সটার রেডসের হয়ে নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্সের বিপক্ষে মাঠে নামেন ২৬ বছর বয়সী ক্যাম্ফার। ্ ব্যাটে-বলে অসাধারণ পারফরম্যান্সে ম্যাচের নায়ক বনে যান তিনি।
প্রথমে ব্যাট হাতে সর্বোচ্চ ৪৪ রান করে মুন্সটার রেডসকে ১৮৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ এনে দেন ক্যাম্ফার। এরপর বল হাতে ইতিহাস গড়ে ফেলেন এই অলরাউন্ডার।
নর্থ ওয়েস্ট ওয়ারিয়র্স তখন ১১.৪ ওভারে ৫ উইকেটে ৮৬ রান। এমন পরিস্থিতিতে বল হাতে আসেন ক্যাম্ফার। ১২তম ওভারের শেষ দুই বলে দুটি এবং ১৪তম ওভারের প্রথম তিন বলে তিনটি উইকেট তুলে নিয়ে টানা পাঁচ বলে পাঁচ উইকেটের অনন্য কীর্তি গড়েন তিনি।
ক্যাম্ফার বলেন, ওভার পরিবর্তনের কারণে শুরুতে বুঝতেই পারিনি কী হচ্ছে। আমি শুধু সহজ রাখার চেষ্টা করেছিলাম। সৌভাগ্যবশত সব ঠিকঠাক হয়েছে।
মজা করে তিনি আরও বলেন, আরেক ব্যাটার থাকলেও হয়তো ছয় বলে ছয় উইকেট নিতে পারতাম না। যেটা হয়েছে, সেটাই বিশেষ।
যেভাবে এল পাঁচ উইকেট
১২তম ওভারের ৫ম বল : জারেড উইলসন—বোল্ড
১২তম ওভারের ৬ষ্ঠ বল : গ্রাহাম হিউম—এলবিডব্লিউ
১৪তম ওভারের ১ম বল : অ্যান্ডি ম্যাকব্রিন—মিডউইকেটে ক্যাচ
১৪তম ওভারের ২য় বল : রবি মিলার—উইকেটরক্ষকের হাতে ক্যাচ
১৪তম ওভারের ৩য় বল : জোশ উইলসন—বোল্ড
নারী ক্রিকেটেও এমন কীর্তি একবার
পুরুষদের ক্রিকেটে এটি প্রথমবার হলেও ২০২৪ সালে জিম্বাবুয়ে নারী দলের অলরাউন্ডার কেলিস নডলোভু অনূর্ধ্ব-১৯ পর্যায়ে এমন কীর্তি গড়েছিলেন। তিনি ইগলস উইমেনের বিপক্ষে পাঁচ বলে পাঁচ উইকেট নিয়েছিলেন।
- এটিআর