Logo

খেলা

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১১ জুলাই ২০২৫, ১৯:০৯

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ

শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিল বাংলাদেশ। ছবি : সংগৃহীত

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে শ্রীলঙ্কাকে ৯-১ গোলে উড়িয়ে দিয়েছে বাংলাদেশ।

শুক্রবার (১১ জুলাই) বিকেলে বসুন্ধরা কিংস অ্যারেনায় শ্রীলঙ্কা নারীদের বিপক্ষে দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছেন মোসাম্মাৎ সাগরিকা।

এছাড়া মুনকি আক্তার দুটি এবং স্বপ্না রানী, রূপা, শান্তি মার্দি ও শিখা আক্তার একটি করে গোল করেন।

এদিন ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে বাংলার বাঘিনীরা। শ্রীলঙ্কান মেয়েদের বিপক্ষে প্রথমার্ধেই ৩-০ গোলে এগিয়ে যায় বাংলাদেশ। শেষপর্যন্ত আফিদা খন্দকারের দল ৯-১ ব্যবধানে জয় পায়।

৯০ মিনিট শেষে যোগ করা সময়ে এক গোল শোধ করেন শ্রীলঙ্কার লালিয়ান শিখা। তবে শেষ বাঁশি বাজার আগমুহূর্তে বাংলাদেশের হয়ে শেষ গোলটি করেন শান্তি।

আগামী ১৩ জুলাই নেপালের বিপক্ষে নিজেদের দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ। এরপর ১৫ ও ১৭ জুলাই টানা দুই ম্যাচে প্রতিপক্ষ হবে ভুটান। ১৯ জুলাই আবার লঙ্কানদের মুখোমুখি হবেন স্বপ্না-সাগরিকারা। আর ২১ জুলাই নিজেদের শেষ ম্যাচে নেপালের বিপক্ষে লড়বে লাল-সবুজের প্রতিনিধিরা।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ফুটবল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর