-68746429a1ff1.jpg)
বড় জয়ে সমতায় ফিরল বাংলাদেশ। ছবি : সংগৃহীত
শ্রীলঙ্কার বিপক্ষে বড় জয়ে তিন ম্যাচের সিরিজে সমতায় ফিরেছে বাংলাদেশ। রোববার (১৩ জুলাই) কলম্বোয় সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে শ্রীলঙ্কাকে ৮৩ রানে হারিয়ে সিরিজে ১-১ সমতা ফেরায় টাইগাররা।
এদিন টস জিতে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৭৭ রান তোলে বাংলাদেশ। ইনিংস গঠনে বড় ভূমিকা রাখেন লিটন দাস (৭৬) ও শামীম হোসেন (৪৮)।
শুরুতে দুই ওপেনার দ্রুত ফিরে গেলেও লিটন ও হৃদয়ের (৩১) জুটিতে ঘুরে দাঁড়ায় দল। এরপর শামীমের ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং স্কোর দাঁড় করায় বাংলাদেশ।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই চাপে পড়ে শ্রীলঙ্কা। বাংলাদেশের পেসারদের দুর্দান্ত বোলিংয়ে নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে তারা।
শেষ পর্যন্ত মাত্র ৯৪ রানেই গুটিয়ে যায় লঙ্কান ইনিংস। পাথুম নিসাঙ্কা করেন সর্বোচ্চ ৩২ রান। আর দাসুন শানাকার ব্যাট থেকে আসে ২০ রান। বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি।
বাংলাদেশের হয়ে রিশাদ হোসেন ৩টি, শরীফুল ইসলাম ও মোহাম্মদ সাইফউদ্দিন ২টি করে উইকেট নেন। আর মোস্তাফিজ ও মিরাজ নেন ১টি করে উইকেট।
এ জয়ের ফলে টি-টোয়েন্টি ইতিহাসে এটি বাংলাদেশের দ্বিতীয় সর্বোচ্চ রানের ব্যবধানে জয়। সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ১৬ জুলাই (বুধবার)। যেখানে নির্ধারিত হবে সিরিজের চ্যাম্পিয়ন দল।
এমবি