Logo

খেলা

স্টার্ক ঝড়ে উড়ে গেল উন্ডিজ, মাত্র ২৭ রানে অলআউট!

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ০৮:৩৭

স্টার্ক ঝড়ে উড়ে গেল উন্ডিজ, মাত্র ২৭ রানে অলআউট!

ছবি : ক্রিকইনফো

টেস্ট ক্যারিয়ারের ১০০তম ম্যাচটা যেন জীবনের সেরা দিন বানিয়ে রাখলেন মিচেল স্টার্ক। স্যাবিনা পার্কে তার হাত ধরেই ইতিহাস হয়ে থাকল— ইনিংসের শুরুতেই মাত্র ১৫ বলে তুলে নিলেন পাঁচ উইকেট। সঙ্গে পূর্ণ হলো ৪০০ উইকেটের মাইলফলকও। অন্যপ্রান্তে স্কট বোল্যান্ড হ্যাটট্রিক করে যেন ইতিহাসটাকে আরও রঙিন করে তুললেন।

আর সেই ইতিহাসের বলি হলো ওয়েস্ট ইন্ডিজ। টেস্ট ইতিহাসে নিজেদের সর্বনিম্ন ইনিংস (২৬) পার করে ১ রান যোগ করেই অলআউট! মাত্র ২৭ রানে থেমে যায় ক্যারিবীয়রা! সিরিজও হারল ৩-০ তে।

প্রথম ইনিংসে ১৪৩ রানে গুটিয়ে যাওয়া ওয়েস্ট ইন্ডিজকে লক্ষ্য দেওয়া হয়েছিল ২০৪ রানের। ভাবা হয়েছিল, এই রান তাড়া করতে হলে কঠিন পরীক্ষা দিতে হবে। কিন্তু সেই পরীক্ষা দিতে নামার আগেই যেন তাসের ঘরের মতো ভেঙে পড়ে ক্যারিবীয় ব্যাটিং লাইনআপ।

প্রথম বলেই জন ক্যাম্পবেলকে দুর্দান্ত এক আউট-সুইংয়ে কট বিহাইন্ড করালেন স্টার্ক। এরপর এলবিডব্লিউ করলেন কেভলন অ্যান্ডারসনকে, পরের বলেই বোল্ড ব্র্যান্ডন কিং। ৩ রানের আগেই তিন ব্যাটার ফেরত, স্কোরবোর্ডে তখন রানই ওঠেনি।

দ্বিতীয় ওভারের শুরুতেই স্টার্ক এলবিডব্লিউ করলেন মাইকেল লুইসকে। এটাই তার টেস্ট ক্যারিয়ারের ৪০০তম উইকেট। এরপর শাই হোপকেও ফিরিয়ে ১৫ বলেই তুলে নিলেন পাঁচ উইকেট। এমনটা আগে কখনো ঘটেনি!

স্টার্কের তাণ্ডব থামার আগেই হ্যাজলউড যোগ দিলেন উৎসবে, রোস্টন চেজকে কট বিহাইন্ড করে দিলেন প্যাভিলিয়নের পথ।

বোল্যান্ড এলেন আরও ভয়ঙ্কর হয়ে। গ্রিভসকে স্লিপে, শামারকে এলবিডব্লিউ এবং ওয়ারিকানকে বোল্ড করে করলেন হ্যাটট্রিক! মাত্র ১৪.৩ ওভারেই গুটিয়ে গেল ক্যারিবীয়দের ইনিংস। অবশ্য ইনিংসের আগে একটু আশার আলো দেখাচ্ছিলেন শামার জোসেফ। দ্বিতীয় ইনিংসে ৫ উইকেট নিয়ে অস্ট্রেলিয়াকে থামিয়ে দিয়েছিলেন মাত্র ১২১ রানে। গ্রিন করেন সর্বোচ্চ ৪২ রান।

তবে দিন শেষে সব আলো স্টার্কের নামেই। টেস্টে নিজের ১০০তম ম্যাচে ৪০০ উইকেট আর ক্যারিয়ার সেরা বোলিং করে ইতিহাসে নিজের নামটা আরও গাঢ় করে তুললেন এই বাঁহাতি পেসার।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর