সিরিজ নির্ধারণী ম্যাচে আত্মব্শ্বিাসী বাংলাদেশ, ক্ষত মোছার প্রত্যাশা

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১১:২২
-6877372108009.jpg)
সংবাদ সম্মেলনে কথা বলছেন কোচ মোহাম্মদ সালাউদ্দিন | ছবি : সংগৃহীত
বাংলাদেশ-শ্রীলঙ্কার মধ্যকার তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের তৃতীয় ম্যাচ আজ (বুধবার, ১৬ জুলাই)। কলম্বোর আর প্রেমাদাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সন্ধ্য সাড়ে ৭টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে, রোববার (১৩ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকদের হারিয়ে দাপুটে জয় তুলেছে বাংলাদেশ। এদিন পাল্লেকেল্লেতে লায়ন্সদের ৮৩ রানে পরাজিত করে টাইগাররা।
দ্বিতীয় টি-টোয়েন্টিতে আগে ব্যাট করতে নেমে ১৭৭ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। শেষ দিকে ২৭ বলে ৪৮ রানের টর্নেডো ইনিংস খেলেন শামীম। জবাব দিতে নামা লঙ্কানদের প্রথম উইকেট ছিল রান আউট। সিরিজজুড়ে দারুণ ফর্মে থাকা কুশল মেন্ডিসকে দারুণ এক থ্রোতে রান আউট করেছেন শামীম। ম্যাচজুড়ে বোলারদের বোলিং নৈপুণ্যে মাত্র ৯৪ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। তবে, একই সফরে ওয়ানডে এবং টেস্ট সিরিজেও হেরেছেন মিরাজ-শান্তরা। তাই টি-টোয়েন্টিতে আজ মান বাঁচানোর লড়াই।
সিরিজ নির্ধারণী ম্যাচের আগের দিন সংবাদ সম্মেলনে কোচ মোহাম্মদ সালাউদ্দিন জানালেন আত্মবিশ্বাসের কথা। একইসঙ্গে শামীম-জাকেরের ওপর বাড়তি দায়িত্বের কথাও বললেন।
সালাউদ্দিন বলেন, ‘সবশেষ ম্যাচ আমরা যেভাবে খেলেছি, তাতে মনে হয়েছে ছেলেরা ভালো মোমেন্টাম পেয়েছে এবং আত্মবিশ্বাসও আমাদের আছে। আশা আছে শেষটা যেন ভালোভাবে করতে পারি। আমরা ভালো খেলার চেষ্টা করব। এই মুহূর্তে নতুনভাবে ভাবনার কিছু নেই। যে পরিকল্পনা নিয়ে খেলছি সেভাবেই খেলার চেষ্টা করব। মিডল অর্ডারে ভালো করলে আমরা সফলতা পাব। আমাদের মিডল অর্ডারের ওরকম খেলোয়াড় বেঞ্চে নেই।’
‘প্রথম ম্যাচে ওভাবে খেলানোর মতো অপশন আমাদের ছিল না। জাকের চোটে ছিল। পরিকল্পনা যা ছিল ঐ অনুযায়ী গিয়েছিলাম, কিন্তু হয়নি। আমরা সবসময় চাই জাকের এবং শামীম শেষ করবে ম্যাচ, তাদের ওপরে এমন দায়িত্ব দেওয়া যাবে না যেখানে দাঁড়িয়ে তাদের ইনিংস মেরামত করতে হয়। তারা যেন নিশ্চিন্তে খেলতে পারে।’
একাদশ নিয়ে সালাউদ্দিন বললেন, ‘কোনো দলই চায় না উইনিং কম্বিনেশন ভাঙতে। কিন্তু আমাদের খেলোয়াড়দের দিকে তাকাতে হবে। অনেকে ইনজুরি থেকে আসছে। তাদের কাজের চাপের দিকে আমাদের খেয়াল করতে হবে। তাদের ফিট রাখাটা জরুরি। যেভাবে টানা সূচি ছিল, সেখানে প্রতিদিন ম্যাচ খেলানো কঠিন। সবকিছু ভারসাম্য করে চলতে হয়, এটা হয়তো বাইরে থেকে ওভাবে বোঝা যায় না। খেলোয়াড়দের নিরাপত্তা দিতে হবে। তাসকিনকে যদি টানা খেলানো হয়, সে একটা বড় ইনজুরি থেকে এসেছে, একটা ম্যাচ খেলানোর জন্য দেখা গেল আবার তাকে এক বছর বসে থাকতে হচ্ছে।’
শ্রীলঙ্কাকে হারানো প্রসঙ্গে সালাউদ্দিন বলেন, ‘সিরিজটা শেষের দিকে। প্রতিপক্ষকে নিয়ে চিন্তা করার আগে শেষ ম্যাচে কী করেছি সেটি অতটা গুরুত্বপূর্ণ না। এই ম্যাচে আমরা যেন শ্রীলঙ্কাকে হারাতে পারি এই পরিকল্পনা নিয়ে নামতে হবে, এটাই আমাদের জন্য বেশি গুরুত্বপূর্ণ। সেজন্য আমাদের যে ধরণের অস্ত্র নিয়ে নামা দরকার আমরা সেটি করব।’
সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টিতে ছিল ব্যাটিং সহায়ক উইকেট। এবারও সেরকম উইকেটের প্রত্যাশা শ্রীলঙ্কার প্রধান কোচ সনাৎ জয়সুরিয়ার। সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘মাত্রই উইকেট দেখলাম। আমরা সবসময় সিরিজজুড়ে ভালো ব্যাটিং ট্র্যাক চেয়েছি। টেস্ট ম্যাচ, ওয়ানডে ও টি-টোয়েন্টি সব জায়গাতেই আমরা ভালো ফ্ল্যাট ব্যাটিং ট্র্যাক চেয়েছি। আশা করছি ভালো ব্যাটিং উইকেট হবে। তবে এখনও আমরা জানি না। কাল দেখতে হবে।’
বাড়তি চাপ অনুভব করা প্রসঙ্গে জয়সুরিয়া জানান, ‘এটা চাপ নয় আসলে। আমাদের ভালো ক্রিকেট খেলতে হবে। আমরা ভালো ক্রিকেট খেলে এসেছি এখন পর্যন্ত। আমরা টেস্ট ও ওয়ানডে সিরিজ জিতেছি। সবসময়ই চাপ থাকে। শেষ ম্যাচ, এখন ১-১ আছে। শ্রীলঙ্কার লোকজন যারা ক্রিকেট ভালোবাসে তারা চায় শ্রীলঙ্কা ভালো করুক। প্লেয়াররাও চায় ভালো খেলতে। আমরা চেষ্টা করব নিজেদের সেরাটা দিয়ে ভালো খেলতে।’
- এটিআর