Logo

খেলা

২০২৬ ফুটবল বিশ্বকাপের কাঙ্ক্ষিত টিকিট মিলবে যেভাবে

Icon

নিউইয়র্ক প্রতিনিধি

প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৩:৫৯

২০২৬ ফুটবল বিশ্বকাপের কাঙ্ক্ষিত টিকিট মিলবে যেভাবে

ছবি : সংগৃহীত

২০২৬ সালের ফিফা বিশ্বকাপ বসছে তিন দেশে—যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায়। ইতোমধ্যেই টুর্নামেন্ট ঘিরে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিশ্বজুড়ে। ফিফা সূত্রে জানা গেছে, এবারের বিশ্বকাপে ৬৫ লাখের বেশি দর্শক স্টেডিয়ামে বসে খেলা উপভোগ করবেন বলে আশা করা হচ্ছে। ফলে আগেভাগেই টিকিট সংগ্রহ নিয়ে শুরু হয়েছে প্রস্তুতি।

আপডেট পেতে করতে হবে নিবন্ধন
বিশ্বকাপের টিকিট সংক্রান্ত সবশেষ তথ্য পেতে ফিফার অফিসিয়াল ওয়েবসাইটে গিয়ে আগ্রহী দর্শকদের নিবন্ধন করতে বলা হয়েছে। এজন্য প্রথমে ‘ফিফা আইডি’ তৈরি করতে হবে। পরে এই আইডির মাধ্যমেই টিকিটের আবেদন ও কেনার প্রক্রিয়া সম্পন্ন করা যাবে।

লটারি পদ্ধতিতে প্রথম ধাপ
২০২৫ সালের ১০ সেপ্টেম্বর থেকে টিকিট বিক্রির প্রথম ধাপ শুরু হবে। এই ধাপে রেজিস্ট্রেশন করা কিছু ভক্তকে এলোমেলোভাবে নির্ধারিত সময়ে আবেদন করার সুযোগ দেওয়া হবে। এতে নির্দিষ্ট ম্যাচ না জেনেও টিকিট সংগ্রহ করতে পারবেন তারা।

দ্বিতীয় ধাপে ম্যাচ বাছাই করে কেনার সুযোগ
গ্রুপ পর্বের ড্র সম্পন্ন হওয়ার পর দ্বিতীয় ধাপে টিকিট কেনার সুযোগ মিলবে। তখন ভক্তরা পছন্দের দল ও নির্দিষ্ট ম্যাচ বেছে নিয়ে টিকিট কিনতে পারবেন।

নিশ্চিত টিকিটের জন্য ‘রাইট টু বাই’ (আরটিবি)
টিকিট নিশ্চিত করতে চাইলে ফিফা’র ডিজিটাল প্ল্যাটফর্ম ‘সংগ্রহ’ (FIFA Collect)-এ কেনার অধিকার বা ‘রাইট টু বাই (RTB)’ সংগ্রহ করতে হবে। গ্লোরি প্যাক, সারপ্রাইজ প্যাক কেনা, নির্ধারিত ডিজিটাল চ্যালেঞ্জ সম্পূর্ণ করা অথবা মার্কেটপ্লেস থেকে আরটিবি কিনে এই সুযোগ মিলবে। তবে এসবের জন্য এনএফটি ও ডিজিটাল কারেন্সি সম্পর্কে ধারণা এবং কিছু অতিরিক্ত খরচের প্রস্তুতি থাকতে হবে।

ভিআইপি প্যাকেজে প্রিমিয়াম অভিজ্ঞতা
বিশ্বকাপ উপলক্ষে এ বছর থেকেই ফিফা হসপিটালিটি প্যাকেজ বিক্রি শুরু করবে। এতে থাকবে ভিআইপি আসন, উন্নত মানের খাবার ও বিশেষ সুবিধা। প্রতিটি প্যাকেজের দাম শুরু হবে ১,৩৫০ ডলার থেকে, যা ম্যাচের ধাপ, দল ও ভেন্যুর ওপর ভিত্তি করে আরও বাড়তে পারে।

ফ্লাইট-হোটেলসহ ট্রাভেল প্যাকেজ
ফিফা অনুমোদিত কিছু ট্রাভেল এজেন্সি খেলা দেখা, ফ্লাইট, হোটেল ও যাতায়াত সুবিধা সমন্বিত প্যাকেজও দেবে। এসব প্যাকেজেও থাকতে পারে আরটিবি সুবিধা।

তৃতীয় পক্ষের টিকিট ঝুঁকিপূর্ণ
ফিফা বারবার সতর্ক করছে, টিকিট কেনাবেচা শুধুমাত্র তাদের নিজস্ব প্ল্যাটফর্ম থেকেই করার জন্য। অন্য কোনো ওয়েবসাইট কিংবা স্টেডিয়ামের বাইরে থেকে টিকিট কিনলে প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা রয়েছে। ফিফা তাদের ওয়েবসাইটেই রিসেল প্ল্যাটফর্ম চালু রাখবে।

আগেভাগেই প্রস্তুতি নিন
বিশ্বকাপের মতো বড় আসরের টিকিট পেতে আগেভাগেই রেজিস্ট্রেশন করা ও ফিফা আইডি তৈরি করাই নিরাপদ। লটারি কিংবা আরটিবি সুযোগ কাজে লাগিয়ে টিকিট নিশ্চিত করা সম্ভব।

বিশ্বের সবচেয়ে বড় এই ক্রীড়াযজ্ঞ মাঠে বসে উপভোগ করতে চাইলে এখনই শুরু করতে হবে প্রস্তুতি।

কেই/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর