বিমান বিধ্বস্ত
বাংলাদেশ-পাকিস্তান ম্যাচে কালো ব্যাজ পরবেন খেলোয়াড়রা

বাংলাদেশের প্রতিবেদক
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১০:১১

রাজধানীর উত্তরায় বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক জানিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তাই আজ সন্ধ্যায় পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে কালো আর্মব্যান্ড পরিধান করে মাঠে নামবে টাইগারদল। একই আর্মব্যান্ড পরিধান করবে সফরকারীরাও।
মিরপুরের শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে সন্ধ্যা ৬টায় ম্যাচটি শুরু হওয়ার কথা রয়েছে। এর আগে, রোববার (২০ জুলাই) সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে উড়িয়ে দিয়েছেন লিটনরা। এদিন ৭ উইকেটের বিশাল জয় পায় বাংলাদেশ।
এদিকে, দুর্ঘটনায় নিহতদের স্মরণে বেশকিছু উদ্যোগ নিয়েছে বিসিবি। বোর্ডেরে পক্ষ থেকে জানানো হয়েছে, শোক প্রকাশের অংশ হিসেবে মঙ্গলবার (২২ জুলাই) দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ শুরুর আগে এক মিনিট নীরবতা পালন করা হবে। শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামসহ বিসিবির সব ভেন্যুতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হবে। নিহতদের আত্মার মাগফিরাত কামনায় মিলাদ মাহফিল ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।
দ্বিতীয় ম্যাচটিতে উভয় দলের খেলোয়াড়, কোচিং স্টাফ এবং ম্যাচ অফিসিয়ালরা কালো আর্মব্যান্ড পরবেন। এ ছাড়া, ম্যাচ চলাকালে স্টেডিয়ামে কোনো ধরনের সংগীত বাজানো হবে না বলেও জানায় বিসিবি।
প্রসঙ্গত, সোমবার দুপুর ১টার পর উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। এতে মুহূর্তেই বিমান ও স্কুল ভবনটিতে আগুন ধরে যায়। এ ঘটনায় হতাহত হন বহু শিক্ষার্থী। সবশেষ, মঙ্গলবার সকাল পর্যন্ত ২৭ জন নিহত হওয়ার খবর নিশ্চিত হওয়া গেছে।
- এটিআর