Logo

খেলা

জাকেরের হাফ-সেঞ্চুরির পর বোলারদের দাপটে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ২১:২১

জাকেরের হাফ-সেঞ্চুরির পর বোলারদের দাপটে জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

জাকের আলির দায়িত্বশীল ব্যাটিংয়ে লড়াকু সংগ্রহ দাঁড় করানোর পর দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে ধসিয়ে দিয়েছে বাংলাদেশ। মিরপুরে অনুষ্ঠিত তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ম্যাচে স্বাগতিকরা প্রথমে ব্যাট করে ২০ ওভারে ১৩৩ রানে অলআউট হলেও জয়ের স্বপ্ন এখন পুরোপুরি জ্বলছে টাইগার শিবিরে।

মঙ্গলবার (২২ জুলাই) মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিংয়ে নামে বাংলাদেশ। শুরু থেকেই ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে টাইগাররা। পাওয়ার প্লেতেই মাত্র ২৯ রানে চার উইকেট হারিয়ে চাপে পড়ে যায় তারা।

ওপেনার মোহাম্মদ নাইম ইনিংসের দ্বিতীয় ওভারে স্কুপ খেলতে গিয়ে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন মাত্র ৩ রানে। এরপর লিটন দাস ও পারভেজ হোসেন ইমন কিছুটা প্রতিরোধ গড়ার চেষ্টা করলেও সফল হতে পারেননি। পঞ্চম ওভারে লিটন ৮ রানে ক্যাচ দেন এবং একই ওভারে কোনো রান না করে রানআউট হন তাওহিদ হৃদয়।

চতুর্থ উইকেটের পতনের পর দলকে টেনে তোলেন জাকের আলি ও মাহেদি হাসান। এই দুজন গড়েন ৫৩ রানের গুরুত্বপূর্ণ জুটি, যা টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের পঞ্চম উইকেটের সর্বোচ্চ জুটি। মাহেদি ২৫ বলে ৩৩ রানের ঝকঝকে ইনিংস খেলে বিদায় নেন মোহাম্মদ নাওয়াজের বলে।

অন্যপ্রান্তে একাই লড়াই চালিয়ে যান জাকের আলি। ইনিংসের শেষ দিকে আব্বাস আফ্রিদির করা ২০তম ওভারে ছক্কা হাঁকিয়ে নিজের তৃতীয় টি-টোয়েন্টি হাফ-সেঞ্চুরি তুলে নেন তিনি। ৪৮ বল মোকাবিলায় ১টি চার ও ৫টি ছক্কায় গড়া তার ৫৫ রানের দৃঢ় ইনিংসই দলকে লড়াই করার মতো পুঁজি দেয়।

পাকিস্তানের হয়ে বল হাতে সফল ছিলেন সালমান মির্জা, আহমেদ দানিয়েল ও আব্বাস আফ্রিদি, যারা প্রত্যেকে ২টি করে উইকেট তুলে নেন।

১৩৪ রানের সহজ লক্ষ্য তাড়ায় নেমে চরম বিপর্যয়ে পড়ে সফরকারী পাকিস্তান। মাত্র ১৫ রানে ৫ উইকেট হারিয়ে রীতিমতো ধুঁকতে থাকে তারা। শরীফুল ইসলাম ও তানজিম হাসান সাকিবের দারুণ পেস আক্রমণের পাশাপাশি মেহেদী হাসানের স্পিনে তাল হারায় ব্যাটাররা।

এ প্রতিবেদন লেখার সময় ১৫ ওভার শেষে পাকিস্তানের স্কোর দাঁড়ায় ৮২/৭। ব্যাটিং লাইনআপে ধস নামায় জয়ের সুবাস পেতে শুরু করেছে টাইগাররা।

স্বল্প পুঁজি নিয়েও দুর্দান্ত বোলিংয়ের মাধ্যমে ম্যাচে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করেছে বাংলাদেশ। এখন শুধু সময়ের অপেক্ষা—মিরপুরে ইতিহাস গড়বে কিনা লড়াকু টাইগাররা।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর