Logo

খেলা

র‍্যাঙ্কিংয়ের সেরা দশে মুস্তাফিজ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৬:৩৬

র‍্যাঙ্কিংয়ের সেরা দশে মুস্তাফিজ

ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে দুর্দান্ত পারফর্ম করে র‌্যাংকিংয়ে বড় লাফ দিলেন মুস্তাফিজুর রহমান। সফরকার‌ীদের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচেই বেশ মিতব্যয়ী বোলিং করেছেন তিনি। পাশাপাশি দুই ম্যাচ মিলিয়ে পেয়েছেন তিন উইকেট।

তাতে ১৭ ধাপ এগিয়ে বোলিং র‌্যাকিংয়ের সেরা দশে জায়গা করে নিয়েছেন দেশসেরা এই বোলার। ৬৫৩ রেটিং পয়েন্ট নিয়ে ভারতের আর্শদীপের সঙ্গে যৌথভাবে নবম স্থানে আছেন ফিজ।

একই সময়ে উন্নতি করেছেন শেখ মেহেদীও। দুই ম্যাচে ৩ উইকেট নিয়ে ৯ ধাপ এগিয়ে ১৬তম স্থানে উঠে এসেছেন এই ডানহাতি অফ স্পিনার। এ ছাড়া এক ধাপ এগিয়ে ২৭ নম্বরে এসেছেন তাসকিন আহমেদ, ৯ ধাপ এগিয়ে যৌথভাবে ৩৭ নম্বরে আছেন তানজিম সাকিব। শরিফুল ইসলাম ১৪ ধাপ এগিয়ে ৪৩ নম্বরে উঠে এসেছেন।

তবে, একাদশে থাকা বেশিভাগ বোলাররা উন্নতি করলেও অবনতি হয়েছে রিশাদ হোসেনের। গত দুই ম্যাচেই খরুচে ছিলেন এই লেগি। ৩ ধাপ পিছিয়ে ২০ নম্বরে অবস্থান করছেন তিনি।

  • এটিআর

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর