Logo

খেলা

বাইশ গজে বাবা-ছেলে, প্রথম বলেই ছক্কা হাঁকালেন নবির পুত্র

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৩ জুলাই ২০২৫, ১৮:৩৩

বাইশ গজে বাবা-ছেলে, প্রথম বলেই ছক্কা হাঁকালেন নবির পুত্র

ছবি : সংগৃহীত

আন্তর্জাতিক ক্রিকেটে এর আগে বহুবার বাবা ও ছেলের ক্রিকেট খেলার নজির আছে। কেউ বাবার পথ ধরে জাতীয় দলে খেলেছেন, কেউ বাবার পুরোনো ক্লাবের হয়ে মাঠে নেমেছেন। তবে প্রতিপক্ষ হয়ে বাইশ গজে মুখোমুখি হওয়া—এমন অভিজ্ঞতা বিশ্ব ক্রিকেটে এই প্রথম।

আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি টুর্নামেন্ট ‘শেপাগিজা ক্রিকেট লিগ’-এ ঘটল এমন এক বিরল ঘটনা। মিস আইনাক ও আমো রিজিয়নের মধ্যকার ম্যাচে ৪০ বছর বয়সী আফগান অলরাউন্ডার মোহাম্মদ নবি বল হাতে যখন ওভারের শুরু করতে এলেন, বিপরীতে ব্যাট হাতে তার ১৮ বছরের ছেলে হাসান এইসাখিল। বাবার প্রথম বলেই মিড উইকেটের ওপর দিয়ে বিশাল ছক্কা হাঁকালেন ছেলে। এমন অভিজ্ঞতা ক্রিকেট মাঠে আগে দেখা যায়নি।

মাঠে অবশ্য আবেগের চেয়ে পেশাদারিত্বটাই বড় হয়ে উঠেছে। হাসান বাবাকে ছক্কা মারার পর কিছু বললেও নবি তাতে বিশেষ কর্ণপাত করেননি। ম্যাচে হাসান করেন ৩৬ বলে ৫২ রান। মারেন পাঁচটি চার ও দুটি ছক্কা। বাবার বল করা একমাত্র ওভার থেকে আসে ১২ রান। পরে ব্যাট করতে নেমে নবি নিজেও হাঁকান ছক্কা। শেষ পর্যন্ত তার দলই জিতে যায় তিন বল হাতে রেখেই।

ফলাফলের চেয়েও যেটি মনে রাখার মতো, তা হলো মাঠে বাবা-ছেলের এই অসাধারণ সাক্ষাৎ। ক্রিকেট মাঠে এমন প্রজন্মের মুখোমুখি হওয়া বিরলই বলা চলে।

  • এটিআর
Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর