Logo

খেলা

এক নজরে এশিয়া কাপের সময়সূচি, বাংলাদেশের ম্যাচ কবে?

সংযুক্ত আরব আমিরাতে বসছে এবারের আসর, বাংলাদেশের প্রথম ম্যাচ ১১ সেপ্টেম্বর

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৭ জুলাই ২০২৫, ১৪:৩২

এক নজরে এশিয়া কাপের সময়সূচি, বাংলাদেশের ম্যাচ কবে?

চলতি বছরের এশিয়া কাপ ক্রিকেট টুর্নামেন্ট শুরু হবে আগামী ৯ সেপ্টেম্বর, ফাইনাল ২৮ সেপ্টেম্বর। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিতব্য টি–টোয়েন্টি সংস্করণের এই টুর্নামেন্টে দুই গ্রুপে বিভক্ত হয়ে অংশ নিচ্ছে মোট আটটি দল। টুর্নামেন্টের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ হলেও আমিরাতের কোন ভেন্যুতে কোন ম্যাচ হবে, তা এখনো জানানো হয়নি।

প্রথম পর্বে কারা কোন গ্রুপে

গ্রুপ ‘এ’ : ভারত, পাকিস্তান, সংযুক্ত আরব আমিরাত ও ওমান

গ্রুপ ‘বি’ : বাংলাদেশ, শ্রীলঙ্কা, আফগানিস্তান ও হংকং

এক নজরে সময়সূচি 

গ্রুপ পর্ব

  • ৯ সেপ্টেম্বর : আফগাস্তিান-হংকং
  • ১০ সেপ্টেম্বর : ভারত-আমিরাত
  • ১১ সেপ্টেম্বর : বাংলাদেশ-হংকং
  • ১২ সেপ্টেম্বর : পাকিস্তান-ওমান
  • ১৩ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলঙ্কা
  • ১৪ সেপ্টেম্বর : ভারত-পাকিস্তান
  • ১৫ সেপ্টেম্বর : আমিরাত-ওমান
  • ১৫ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা-হংকং
  • ১৬ সেপ্টেম্বর : বাংলাদেশ-আফগানিস্তান
  • ১৭ সেপ্টেম্বর : পাকিস্তান-আমিরাত
  • ১৮ সেপ্টেম্বর : শ্রীলঙ্কা-আফগানিস্তান
  • ১৯ সেপ্টেম্বর : ভারত-ওমান

সুপার ফোর

  • ২০ সেপ্টেম্বর : বি১-বি২
  • ২১ সেপ্টেম্বর : এ১-এ২
  • ২৩ সেপ্টেম্বর : এ২-বি১
  • ২৪ সেপ্টেম্বর : এ১-বি২
  • ২৫ সেপ্টেম্বর : এ২-বি২
  • ২৬ সেপ্টেম্বর : এ১-বি১

ফাইনাল

  • ২৮ সেপ্টেম্বর : সুপার ফোরের শীর্ষ দুই দলের মধ্যে শিরোপা লড়াই

বিশ্বকাপের আগে বড় একটি প্রস্তুতির মঞ্চ হিসেবেই দেখছে দলগুলো এবারের এশিয়া কাপকে। বিশেষ করে বাংলাদেশের জন্য এটি বিশ্বকাপের আগে আত্মবিশ্বাস ফিরে পাওয়ার বড় সুযোগ হয়ে উঠতে পারে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।

এমএইচএস/ 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এশিয়া কাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর