Logo

খেলা

মেসির দেহরক্ষী নিষিদ্ধ লিগস কাপে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০২ আগস্ট ২০২৫, ১২:৫৮

মেসির দেহরক্ষী নিষিদ্ধ লিগস কাপে

লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকো। ছবি : সংগৃহীত

লিওনেল মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকোকে লিগস কাপ ২০২৫ আসরের বাকি অংশের জন্য টেকনিক্যাল এরিয়ায় প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ।

ইন্টার মায়ামি ও ক্লাব অ্যাটলাসের মধ্যকার সাম্প্রতিক ম্যাচ শেষে ঘটে যাওয়া এক ঘটনার প্রেক্ষিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। খবর ইএসপিএন’র।

গত বুধবার (৩০ জুলাই) ফোর্ট লডারডেলে ইন্টার মায়ামি ও ক্লাব অ্যাটলাসের অনুষ্ঠিত ম্যাচ শেষে এ ঘটনা ঘটে। দুই দলের খেলোয়াড়দের কথোপকথনের সময় সেই আলোচনায় জড়িয়ে পড়েন ইয়াসিন চুকো।

ক্লাব অ্যাটলাসের এক খেলোয়াড় এ নিয়ে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে অভিযোগ জানান। তার অভিযোগের ভিত্তিতে লিগস কাপ ডিসিপ্লিনারি কমিটি তদন্ত করে চুকোর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে।

কমিটি এক বিবৃতিতে জানায়, ৩০ জুলাই ইন্টার মায়ামি ও ক্লাব অ্যাটলাস ম্যাচের পর অনুমতি ছাড়া সংরক্ষিত এলাকায় ঢুকে অনুপযুক্ত আচরণ করেছেন মায়ামির এক প্রতিনিধি। লিগস কাপ ২০২৫ টুর্নামেন্টের নীতিমালা অনুসারে, ডিসিপ্লিনারি কমিটি তাকে চলতি বছর প্রতিযোগিতার বাকি অংশ থেকে নিষেধাজ্ঞা দিচ্ছে। ওই সময়ে তিনি আর টেকনিক্যাল এরিয়ায় প্রবেশ করতে পারবেন না এবং ইন্টার মায়ামির ওপর অপ্রকাশ্য জরিমানা আরোপ করা হয়েছে।

ইএসপিএন সূত্র নিশ্চিত করেছে, এ ব্যক্তি আর কেউ নন, মেসির ব্যক্তিগত দেহরক্ষী ইয়াসিন চুকো।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

লিওনেল মেসি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর