Logo

খেলা

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফাখার জামান

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০৪ আগস্ট ২০২৫, ১৩:১৫

ওয়েস্ট ইন্ডিজ সফর শেষ ফাখার জামান

ছবি : ইএসপিএন

ফ্লোরিডায় টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডে সিরিজ খেলতে সোমবার (৪ আগস্ট) পাকিস্তান দল উড়ে যাবে ত্রিনিদাদে। কিন্তু এ দিনই ফাখার জামান ধরবেন দেশের উড়ান। চোটের কারণে ক্যারিবিয়ানদের বিপক্ষে ওয়ানডে সিরিজ থেকে ছিটকে গেছেন ৩৫ বছর বয়সী ব্যাটসম্যান।

সোমবার (৪ আগস্ট) সকালে এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে ইএসপিএন। 

টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচেও খেলতে পারেননি ফাখার। পাকিস্তান অধিনায়ক সালমান আলি আগা ম্যাচের আগে জানান, হ্যামস্ট্রিংয়ে টান লেগেছে অভিজ্ঞ এই ব্যাটসম্যানের। পরে জানা যায়, সফরই শেষ হয়ে গেছে তার।

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে ফিল্ডিংয়ের সময় এই চোটে পড়েন ফাখার। ক্যারিবিয়ান ইনিংসের ১৯তম ওভারে বলের পেছনে ছোটার সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগে তার।

খুব গুরুতর কিছু অবশ্য হয়নি। পিসিবি বিবৃতিতে জানিয়েছে, এটি বাঁ পায়ে ‘মাইল্ড হ্যামস্ট্রিং স্ট্রেইন।’ তবে সফর থেকে তিনি ছিটকে পড়েছেন। দেশে ফিরে লাহোর জাতীয় ক্রিকেট একাডেমিতে পুনর্বাসন চলবে তার।

তার পরিবর্তে কাউকে দলে যোগ করার কথা এখনও জানায়নি বোর্ড।

গত চ্যাম্পিয়ন্স ট্রফিতেও ঠিক একই রকমের চোটে পড়েছিলেন ফাখার। উদ্বোধনী ম্যাচের স্রেফ দ্বিতীয় বলেই ফিল্ডিংয়ের সময় হ্যামস্ট্রিংয়ে টান লাগায় মাঠ ছাড়েন তিনি। নিউ জিল্যান্ডের বিপক্ষে সেদিন আর ফিল্ডিংয়ে দেখা যায়নি তাকে। ব্যাটিংয়ে চারে নেমে ২৪ রান করেন। পরে জানা যায়, ওই চোট টুর্নামেন্ট থেকেই ছিটকে দিয়েছে তাকে।

/এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

পাকিস্তান

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর