Logo

খেলা

ব্যালন ডি’অর জেতা ইয়ামালের জন্য ‘সময় মাত্র’ : র‍্যাশফোর্ড

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ২০ আগস্ট ২০২৫, ১৩:৪৬

ব্যালন ডি’অর জেতা ইয়ামালের জন্য ‘সময় মাত্র’ : র‍্যাশফোর্ড

ছবি : সংগৃহীত

বার্সেলোনায় যোগ দিয়েছেন ইংলিশ তারকা মার্কাস র‍্যাশফোর্ড। আর প্রথম ম্যাচেই দলের তরুণ বিস্ময় লামিন ইয়ামালের খেলায় মুগ্ধ হয়েছেন এ ইংলিশ তারকা। মাত্র ১৮ বছর বয়সে যে পরিপক্বতা ও ধারাবাহিকতা দেখাচ্ছেন ইয়ামাল, তাতে র‍্যাশফোর্ড তাকে তুলনা করেছেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনালদো নাজারিওর সঙ্গে।

এর আগে শনিবার (১৬ আগস্ট) লা লিগায় মায়োর্কার মাঠে বার্সার হয়ে অভিষেক হয় র‍্যাশফোর্ডের। ৬৯তম মিনিটে বদলি হিসেবে মাঠে নামেন তিনি। ইনজুরি সময়ে ইয়ামালের দুর্দান্ত এক দূরপাল্লার শটে ৩-০ ব্যবধানে জয় নিশ্চিত করে বার্সেলোনা।

র‍্যাশফোর্ড এই মৌসুমে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে ধারে বার্সায় খেলছেন। খেলার পর স্প্যানিশ দৈনিক স্পোর্ত-কে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘এই বয়সে আমি এমন খেলোয়াড়ের সঙ্গে খেলিনি, যে মাঠে এতটা প্রভাব রাখতে পারে। সম্ভবত রোনালদো নাজারিওই একমাত্র ব্যতিক্রম। এত অল্প বয়সে ইয়ামালের ধারাবাহিক পারফরম্যান্স অবিশ্বাস্য। সামনে তার দীর্ঘ ক্যারিয়ার পড়ে আছে।’ 

মাত্র এক মাস আগে ১৮ বছরে পা দিয়েছেন ইয়ামাল। অথচ এরই মধ্যে বার্সেলোনার হয়ে লা লিগা ও কোপা দেল রে জয়ের অভিজ্ঞতা অর্জন করেছেন। স্পেন জাতীয় দলের হয়েও ইউরো ২০২৪ শিরোপা জয় করেছেন তিনি। তার এমন সাফল্যে এবার ব্যালন ডি’অরের তালিকায় অষ্টম স্থানে জায়গা করে নিয়েছেন এই কিশোর।

র‍্যাশফোর্ড বলেন, ‘হ্যাঁ, ব্যালন ডি’অর সে জিতবেই। এই বছর না পেলেও সামনের বছরগুলোতে নিশ্চিতভাবেই পাবে। দেম্বেলে, রাফিনহা দুর্দান্ত খেলেছে, তবে ইয়ামাল এখনই এমন এক জায়গায় পৌঁছে গেছে, যেখানে শিরোপা পাওয়া সময়ের ব্যাপার মাত্র।’ 

গত মৌসুমে লা লিগায় ৩৫ ম্যাচে ৯ গোল করেন ইয়ামাল। চ্যাম্পিয়নস লিগে করেন ৫ গোল। বার্সেলোনার সেমিফাইনালে ওঠার নেপথ্যে অন্যতম ভূমিকা ছিল তার।

এএ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর