
ছবি : সংগৃহীত
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। সিরিজের প্রথম ম্যাচে টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।
শনিবার (৩০ আগস্ট) বিকেল সাড়ে পাঁচটায় অনুষ্ঠিত এই টস জিতে লিটন জানান, শুরুতে বোলিং করে প্রতিপক্ষকে চাপে ফেলতে চান তারা। নেদারল্যান্ডসের বিপক্ষে জয় দিয়ে সিরিজ শুরু করাই টাইগারদের মূল লক্ষ্য।
ভারতের বিপক্ষে নির্ধারিত সিরিজ পিছিয়ে যাওয়ায় এই সিরিজ আয়োজন করেছে বাংলাদেশ। তিন ম্যাচের এই সিরিজ শেষে টাইগাররা সংযুক্ত আরব আমিরাতের উদ্দেশে রওনা দেবে এশিয়া কাপ ২০২৫–এ অংশ নিতে।
বাংলাদেশ একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। পারভেজ ইমন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, রিশাদ হোসেন ও মোস্তাফিজুর রহমান সুযোগ পেয়েছেন। বাদ পড়েছেন মোহাম্মদ নাঈম, মেহেদী হাসান মিরাজ, শামীম হোসেন, মোহাম্মদ সাইফউদ্দিন ও নাসুম আহমেদ।
বাংলাদেশ একাদশ : তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, সাইফ হাসান, তাওহীদ হৃদয়, জাকের আলী, শেখ মাহেদী, রিশাদ হোসেন, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান, শরিফুল ইসলাম।
নেদারল্যান্ডস একাদশ : ম্যাক্স ও’দোদ, বিক্রমজিত সিং, স্কট এডওয়ার্ডস, নোয়াহ ক্রোস, তেজা নিদামানুরু, টিম প্রিঙ্গল, কাইল ক্লেইন, আরিয়ান দাত, পল ভ্যান মিকেরেন, শারিজ আহমেদ, দানিয়েল দোরাম।
ডিআর/এমএইচএস