নিজের সেরা স্ট্রাইক রেটে খেলে ২০ বলে সাকিবের ফিফটি

স্পোর্টস ডেস্ক
প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ০৯:০০
-68b50c468642e.png)
এবার ব্যাট হাতেও দেখা মিলল আসল সাকিব আল হাসানের! বাংলাদেশের অলরাউন্ডার ১০ ম্যাচ পর আজ ফিফটি পেয়েছেন স্বীকৃত টি-টোয়েন্টিতে। ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে অ্যান্টিগা অ্যান্ড বারবুডা ফ্যালকনসের হয়ে সেন্ট লুসিয়া কিংসের বিপক্ষে সাকিব খেলেছেন বিধ্বংসী এক ইনিংস, ২৬ বলে করেছেন ৬১ রান। মেরেছেন ৫টি করে চার ও ছক্কা। তবে এর পরেও ম্যাচটা হেরে গেছে সাকিবের দল।
সাকিব এর আগে সর্বশেষ ফিফটি পেয়েছিলেন এ বছরের গ্লোবাল সুপার লিগের প্রথম ম্যাচে দুবাই ক্যাপিটালসের হয়ে নিউজিল্যান্ডের সেন্ট্রাল ডিসট্রিক্টসের বিপক্ষে।
সেন্ট লুসিয়ার ড্যারেন স্যামি স্টেডিয়ামে ২০ বলেই ফিফটি ছুঁয়েছেন সাকিব। যা তার ক্যারিয়ারে যৌথভাবে দ্রুততম। ইনিংসে সাকিবের স্ট্রাইক রেট ২৩৪.৬১। স্বীকৃতি টি-টোয়েন্টিতে ৩০ ছাড়ানো ইনিংসে তার সর্বোচ্চ। আগের রেকর্ডটি ছিল ২২২.৫৮, ২০২৩-২৪ মৌসুমের বিপিএলে রংপুরে রাইডার্সের হয়ে খুলনা টাইগার্সের বিপক্ষে করেছিলেন ৩১ বলে ৬৯।
যদিও ব্যাটিংয়ে এমন পারফর্ম্যান্সের পরও ম্যাচ হেরেছে সাকিবের দল। শুরুতে ব্যাট করে ৪ উইকেটে ২০৪ রান করে তারা। তবে রানটা ১৩ বল ও ৬ উইকেট হাতে রেখেই পেরিয়ে গেছে সেন্ট লুসিয়া। ৫৩ বলে অপরাজিত ১২৫ রানের বিধ্বংসী এক ইনিংস খেলেই সাকিবদের হারিয়ে দিয়েছেন কিউই ওপেনার টিম সাইফার্ট। ব্যাট হাতে উজ্জল সাকিব এদিন বল হাতে ছিলেন ব্যর্থ, ২ ওভারে দিয়েছেন ৩২ রান।
ডিআর/আইএইচ