Logo

খেলা

টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ, দলে ২ পরিবর্তন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ১৮:১২

টসে জিতে নেদারল্যান্ডসকে ব্যাটিংয়ে পাঠাল বাংলাদেশ, দলে ২ পরিবর্তন

ছবি : সংগৃহীত

সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে শুরু হয়েছে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের দ্বিতীয় টি-টোয়েন্টি। প্রথম ম্যাচের মতো টসে জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস।

দলে এসেছে দুটি পরিবর্তন। প্রথম ম্যাচে খেলা লেগ স্পিনার রিশাদ হোসেন ও বাঁহাতি পেসার শরীফুল ইসলাম এই ম্যাচে খেলছেন না। তাঁদের জায়গায় সুযোগ পেয়েছেন বাঁহাতি স্পিনার নাসুম আহমেদ ও ডানহাতি পেসার তানজিম হাসান।

নেদারল্যান্ডস দলেও পরিবর্তন এসেছে। টিম প্রিঙ্গলের জায়গায় খেলছেন সিকান্দার জুলফিকার। 

আজ জিতলেই বাংলাদেশ এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতবে। জয়ের ধারা অব্যাহত রেখে সিরিজ নিজেদের করে নেওয়ার লড়াইয়ে মাঠে নেমেছেন লিটনরা। নেদারল্যান্ডস চায় সিরিজে সমতা আনতে। 

দেশের টি-টোয়েন্টি ক্রিকেটের সাম্প্রতিক ধারায় দেখা যাচ্ছে, সর্বশেষ দুটি টি-টোয়েন্টি সিরিজ জিতেছে বাংলাদেশ; শ্রীলঙ্কা ও পাকিস্তানকে হারিয়েছিল দল।

বাংলাদেশের সম্ভাব্য একাদশ : লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, জাকের আলী, মেহেদী হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান।

ডিআর/এমএইচএস

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর