Logo

খেলা

টাইগারদের বোলিং তোপে ১০৩ রানে অলআউট নেদারল্যান্ডস

Icon

ডিজিটাল ডেস্ক

প্রকাশ: ০১ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫১

টাইগারদের বোলিং তোপে ১০৩ রানে অলআউট নেদারল্যান্ডস

ছবি : সংগৃহীত

এশিয়া কাপ সামনে রেখে ঘরের মাঠে নেদারল্যান্ডসের বিপক্ষে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে মাঠে নেমেছে বাংলাদেশজ। সোমবার (১ সেপ্টেম্বর) সিলেটে টসে জিতে আগে ব্যাটিং নেয় নেদারল্যান্ডস। কিন্তু টাইগার বোলিং তোপে টিকতে পারেনি ডাচরা, ১৭.৩ ওভারে গুটিয়ে গেছে মাত্র ১০৩ রানে।

শুরুতেই ম্যাক্স ও’দাউদের উইকেট হারিয়ে দুর্দশার শুরু হয় নেদারল্যান্ডসের। ও’দাউদ করেন মাত্র ৮ রান। এরপর তেজা নিদামানুরা আউট হন শূন্য রানে। অধিনায়ক স্কট অ্যাডওয়ার্ডস ৯ রান করে বিদায় নেন মোস্তাফিজুর রহমানের বলে।

মিডল অর্ডারে শারিজ আহমেদ চেষ্টা করেছিলেন ঘুরে দাঁড়ানোর। তবে তার চেষ্টা খুব দ্রুতই শেষ হয়ে যায়। ১৭ বলে ১২ রান করেন শারিজ। নোয়াহ ক্রোয়েস এবং সিকান্দার জুলফিকার- দু’জনই আউট হন ২ রান করে।

কাইল ক্লেইন করেন ৪ রান। শেষ দিকে আরিয়ান দত্ত কিছুটা ঝড় তোলেন। ২৪ বলে ৩০ রান করে তিনি ডাচদের স্কোর ১০০ পার করে দেন। শেষ ব্যাটার হিসেবে শেখ মেহেদীর বলে বোল্ড হলে নেদারল্যান্ডস ১৭.৩ ওভারে অলআউট হয়ে যায় ১০৩ রানে।

নাসুম আহমেদ সর্বোচ্চ ৩ উইকেট নেন ১৪ রান দিয়ে। ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ এবং মোস্তাফিজুর রহমান। ১টি করে উইকেট নেন মেহেদী হাসান ও তানজিম সাকিব।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর