Logo

খেলা

কোয়াবের সভাপতি মিঠুন

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৪ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩৬

কোয়াবের সভাপতি মিঠুন

ছবি : সংগৃহীত

বাংলাদেশ জাতীয় দলের ব্যাটার মোহাম্মদ মিঠুন ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে (কোয়াব) সভাপতি নির্বাচিত হয়েছেন।

বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে অনুষ্ঠিত নির্বাচনে তিনি বিপুল ব্যবধানে জয় পান।

এদিন দুপুর ৩টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ভোট গ্রহণ চলে। সভাপতি পদে দুই প্রার্থী ছিলেন—মোহাম্মদ মিঠুন ও সাবেক ক্রিকেটার সেলিম শাহেদ। মিঠুন পান ১৫৪ ভোট, সেলিম শাহেদ পান ৩৪ ভোট।

কার্যনির্বাহী কমিটির বাকি আটটি পদে কোনো প্রতিদ্বন্দ্বিতা হয়নি। বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন—নাজমুল হোসেন শান্ত, মেহেদী হাসান মিরাজ, আকবর আলী, রুমানা আহমেদ, শামসুর রহমান শুভ, ইরফান শুক্কুর, খালেদ মাসুদ পাইলট ও ইমরুল কায়েস।

নতুন কমিটি আগামী দুই বছর দায়িত্ব পালন করবে। নিয়মিত খেলোয়াড়দের বড় উপস্থিতি এবারের কমিটিকে গুরুত্ব দিয়েছে। এখন দেখার বিষয়, মাঠের বাইরে ক্রিকেটারদের স্বার্থরক্ষায় মিঠুন কতটা কার্যকর ভূমিকা রাখতে পারেন।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর