
নেপালের বিপক্ষে কাঠমান্ডুতে ফিফা প্রীতি ম্যাচে গোলশূন্য ড্র করেছে বাংলাদেশ। দীর্ঘ সময় ধরে নেপালের বিরুদ্ধে জয়ের আশা পূরণ হয়নি জামালদের। আশি-নব্বইয়ের দশকে বাংলাদেশ নেপালকে বড় ব্যবধানেই হারিয়েছে। তবে গত পাঁচ বছরে নেপালের বিপক্ষে জয়ের দেখা নেই। সবশেষ ২০২২ সালে নেপালের কাছে ৩-০ গোলে হেরেছিল বাংলাদেশ।
শনিবার (৬ সেপ্টেম্বর) নেপালের কাঠমান্ডুতে ফিফা প্রীতি ম্যাচে খেলেননি বাংলাদেশ দলের নিয়মিত গোলরক্ষক মিতুল মারমা। তার জায়গায় জাতীয় দলে অভিষেক সুজন হোসেনের।
নেপাল আক্রমণ করলেও স্পষ্ট গোলের সুযোগ তৈরি করতে পারেনি। বাংলাদেশও একাধিক সহজ সুযোগ হারিয়েছে। বিশেষ করে ম্যাচের ৩৬ মিনিটে রহমত মিয়ার লম্বা থ্রো ইন থেকে বাংলাদেশ ফাঁকা পোস্টে বল প্রবেশ করাতে ব্যর্থ হয়।
দ্বিতীয়ার্ধে খানিকটা পরিকল্পিত ফুটবল খেলেছে জামালরা। বল দখল ও পাসিংয়ে দৃশ্যমান ভালো ফুটবল দেখা গেছে।
নেপাল দুই বছর ঘরোয়া লিগ না খেলার পরও জাতীয় দলের হয়ে তুলনামূলক ভালো ফুটবল উপহার দিয়েছে। অস্ট্রেলিয়ান কোচ ম্যাট রসের অধীনে তারা বিল্ড-আপ ফুটবল খেলতে চেষ্টা করেছে।
বাংলাদেশ-নেপালের দ্বিতীয় ম্যাচ অনুষ্ঠিত হবে আগামী ৯ সেপ্টেম্বর। উভয় দলই আগামী অক্টোবর এশিয়ান কাপ বাছাইয়ের গুরুত্বপূর্ণ ম্যাচ খেলবে। তাই ফিফা উইন্ডোতে এ প্রীতি ম্যাচগুলো তাদের প্রস্তুতির অংশ হিসেবে দেখা হচ্ছে।
এমবি