কাঠমান্ডুতে অস্থিরতা, বাংলাদেশ দলের অনুশীলন স্থগিত

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ০৮ সেপ্টেম্বর ২০২৫, ১৭:২৭
-68bebdac632df.jpg)
ছবি : সংগৃহীত
নেপালের রাজধানী কাঠমান্ডুতে সোমবার (৮ সেপ্টেম্বর) দুপুরের দিকে ছাত্র-জনতার সরকারের বিপক্ষে আন্দোলনের কারণে বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দেশটির সরকার কারফিউ জারি করেছে।
এই পরিস্থিতিতে নেপালে দুটি প্রীতি ম্যাচ খেলতে থাকা বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অনুশীলন স্থগিত হয়েছে। আগামীকাল (মঙ্গলবার) কাঠমান্ডুর দশরথ স্টেডিয়ামে বাংলাদেশ-নেপাল ফিফা প্রীতি ম্যাচ সিরিজের দ্বিতীয় খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তবে উদ্ভুত অস্থিতিশীল পরিস্থিতিতে আগামীকের ম্যাচ নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।
নেপালের কাঠমান্ডু থেকে বাংলাদেশের মিডিয়া ম্যানেজার সাদমান সাকিব বলেন, ‘‘নেপাল সময় বিকেল সোয়া ৩টায় আমাদের অনুশীলন নির্ধারিত ছিল। কিন্তু দুপুর আড়াইটার দিকে জানানো হয়েছে বাইরের পরিস্থিতি উত্তপ্ত। তাই এই সময়ে অনুশীলনের জন্য বের হওয়া সম্ভব হয়নি। বাংলাদেশ দল বর্তমানে নিরাপদে হোটেলে অবস্থান করছে।’
নেপাল দল গতকাল অনুশীলন করলেও বাংলাদেশ দল বিশ্রামে ছিল। আজ বিকেলে অনুশীলন হওয়ার কথা থাকলেও অশান্তির কারণে তা হচ্ছে না। এর ফলে বাংলাদেশ দল আগামীকালের ম্যাচে দুই দিনের অনুশীলন ছাড়া খেলতে বাধ্য হবে।
উল্লেখ্য, আগামীকের ম্যাচের আগে আজ সকালে দুই দলের কোচ ও অধিনায়ক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলন করেছেন।
এআরএস