ফুটবল বিশ্বকাপের টিকিটের জন্য ২৪ ঘণ্টায় দেড় মিলিয়ন আবেদন

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১২ সেপ্টেম্বর ২০২৫, ১৭:০৪

ছবি : সংগৃহীত
ফিফা বিশ্বকাপ ২০২৬ এর টিকিট পেতে ১০ সেপ্টেম্বর থেকে প্রাথমিক আবেদন শুরু হয়েছে। এর ঠিক ২০ ঘণ্টার মধ্যেই আবেদন দেড় মিলিয়ন ছাড়িয়েছে বলেছে জানিয়েছে ফিফা। সবচেয়ে বেশি আবেদন এসেছে আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ভক্তদের কাছ থেকে। এরপরের সারিতে আর্জেন্টিনা, কলম্বিয়া, ব্রাজিল, ইংল্যান্ড, স্পেন, পর্তুগাল ও জার্মানি।
আসন্ন ২০২৬ বিশ্বকাপের চিফ অপারেটিং অফিসার হেইমো শিরগি জানিয়েছেন, ‘এত বিপুল সংখ্যক আবেদনই প্রমাণ করে, ফিফা বিশ্বকাপ ২০২৬ গোটা বিশ্বে কতটা উত্তেজনা ছড়িয়েছে এবং ফুটবল ইতিহাসে এটি যে এক মাইলফলক হয়ে উঠবে তা নিশ্চিত।’ এই প্রাথমিক আবেদন চলবে ১৯ সেপ্টেম্বর পর্যন্ত। এরপর বাছাইয়ের পর আবেদনকারীদের ই-মেইল দেওয়া হবে ১৯ সেপ্টেম্বর।
তিনি জানান, ১ অক্টোবর থেকে নির্ধারিত দিনে টিকিট কেনার সুযোগ থাকবে অনলাইনে। প্রথম ধাপ শেষে যদি আসন ফাঁকা থাকে, পুনরায় টিকিট বিক্রি সংক্রান্ত তথ্য ওয়েবসাইটে প্রকাশ করা হবে। গ্রুপ পর্বের টিকিটের শুরু হবে ৬০ ডলার থেকে, ফাইনালের দাম সর্বোচ্চ ৬,৭৩০ ডলার হতে পারে। ২০২৬ সালের বিশ্বকাপ হবে ৪৮ দল ও ১০৪ ম্যাচের, ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত, যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার ১৬ ভেন্যুতে।
উল্লেখ্য, ৪৮টি দল নিয়ে আগামী ১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত চলবে বিশ্বকাপ। মোট ১৬টি ভেন্যুর মধ্যে যুক্তরাষ্ট্রে ১১টি, মেক্সিকোয় ৩টি এবং ২টি কানাডায়। ২০২৬ সালের বিশ্বকাপে ৪৮ দল ও ১০৪ ম্যাচের বৃহৎ আসরে ৬.৫ মিলিয়ন দর্শকের উপস্থিতি থাকবে বলে প্রত্যাশা ফিফার।
ডিআর/এএ