শ্রীলঙ্কার বিপক্ষে টস হেরে ব্যাটিংয়ে বাংলাদেশ

বাংলাদেশ প্রতিবেদক
প্রকাশ: ১৩ সেপ্টেম্বর ২০২৫, ২০:৩২

ছবি : সংগৃহীত
এশিয়া কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আজ মাঠে নামছে বাংলাদেশ। প্রথম ম্যাচে হংকংকে হারিয়ে শুভ সূচনা করা টাইগাররা আজ মাঠে নামছে শ্রীলঙ্কার বিপক্ষে।
শনিবার (১৩ সেপ্টেম্বর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে লঙ্কানদের বিপক্ষে এ ম্যাচে টসে হেরেছে লাল-সবুজের দল। টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন লঙ্কান অধিনায়ক চারিথ আসালাঙ্কা।
এবারের আসরে প্রথম ম্যাচে হংকংকে ৭ উইকেটে হারিয়েছে লিটন দাসের দল। পরের পর্বে যেতে আজকের ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় বেশ গুরুত্বপূর্ণ টাইগারদের জন্য।
লঙ্কানদের বিপক্ষে এ ম্যাচে বাংলাদেশ আজ মাঠে নামছে একাদশে এক পরিবর্তন নিয়ে। প্রথম ম্যাচে খেলা তাসকিন আহমেদ আজ খেলছেন না। তার বদলে দলে জায়গা পেয়েছেন শরিফুল ইসলাম।
লিটন দাস (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, তানজিম হাসান, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমান।
এএ