Logo

খেলা

বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে যাবে যে সমীকরণ মিললে

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৯:২৮

বাংলাদেশ এশিয়া কাপের সুপার ফোরে যাবে যে সমীকরণ মিললে

আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতটা ছিল উত্তেজনায় ঠাসা! আফগানিস্তানের বিপক্ষে বাঁচা-মরার লড়াইয়ে শেষ ওভারের রোমাঞ্চ পেরিয়ে ৮ রানের জয় তুলে নিয়েছে বাংলাদেশ। এই জয়ে লাল-সবুজের দলের সামনে সুপার ফোরের দরজা খোলা রাখলেও নিশ্খেচিত করেনি। বরং তা নির্ভর করছে শ্রীলঙ্কা–আফগানিস্তান ম্যাচের ফলাফলের ওপর।

প্রথমে ব্যাট করে বাংলাদেশ তোলে ২০ ওভারে ৫ উইকেটে ১৫৪ রান। ইনিংসের সেরা ছিলেন তরুণ ওপেনার তানজিদ হাসান তামিম— মাত্র ৩১ বলে খেলেন ঝোড়ো ৫২ রানের ইনিংস। সাইফ হাসান (৩০), তাওহীদ হৃদয় (২৬) ও নুরুল হাসান সোহান (৬ বলে ১২*) রান তুলে দলকে লড়াই করার মতো স্কোর এনে দেন। আফগানিস্তানের হয়ে রশিদ খান (২/২৬) ও নূর আহমেদ (২/২৩) নেন ২টি করে উইকেট।

১৫৫ রানের লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম বলেই ধাক্কা খায় আফগানরা। নাসুম আহমেদের ঘূর্ণিতে শুরুতেই ভাঙে তাদের টপ অর্ডার। গুরবাজ (৩৫) ও আজমাতুল্লাহ ওমরজাই (৩০) কিছুটা লড়াই জমালেও শেষ পর্যন্ত মুস্তাফিজ-তাসকিনদের আঘাতে ২০ ওভারে ১৪৬ রানে গুটিয়ে যায় আফগানিস্তান। মুস্তাফিজ নেন ৩ উইকেট, নাসুম ও রিশাদ তুলে নেন ২টি করে, তাসকিনও শেষদিকে শিকার করেন ২ উইকেট। ম্যাচসেরা হয়েছেন নাসুম আহমেদ (৪-১-১১-২)।

এ জয়ে বাংলাদেশ গ্রুপ পর্ব শেষ করল ৪ পয়েন্ট নিয়ে। কিন্তু সুপার ফোরে ওঠার জন্য এখনো সমীকরণের হিসাব মেলাতে হবে।

সুপার ফোরে যাওয়ার সমীকরণ

  • শ্রীলঙ্কা যদি আফগানিস্তানকে হারায় → সরাসরি সুপার ফোরে উঠবে বাংলাদেশ।
  • ম্যাচ যদি পরিত্যক্ত হয় → বাংলাদেশই যাবে শেষ চারে।
  • আফগানিস্তান জিতলে → আসবে নেট রান রেটের জটিল হিসাব।

বর্তমানে শ্রীলঙ্কার নেট রান রেট ‍+১.৫৪৬, বাংলাদেশের -০.২৭০ এবং আফগানিস্তানের ‍+২.১৫০। ফলে আফগানিস্তান বড় জয়ে শ্রীলঙ্কাকে নামিয়ে দিতে পারলে বাংলাদেশ বিদায় নেবে।

বি গ্রুপের পয়েন্ট তালিকা

দলম্যাচ জয়হারপয়েন্টনেট রান রেট
শ্রীলঙ্কা২ ০ ৪ +১.৫৪৬ 
বাংলাদেশ -০.২৭০
আফগানিস্তান ২ +২.১৫০
হংকং৩ -২.১৫১

বাংলাদেশ আপাতত শ্রীলঙ্কার পরেই অবস্থান করছে। এখন লাল-সবুজের দৃষ্টি আফগানিস্তান–শ্রীলঙ্কার লড়াইয়ের দিকে। সেখানেই নির্ধারিত হবে, বাংলাদেশ সুপার ফোরের রোমাঞ্চে নামতে পারবে কিনা। 

ক্রিকেট ভক্তরা তাই এখন তাকিয়ে আছেন সেই ম্যাচের দিকে। কারণ শ্রীলঙ্কা জিতলেই নিশ্চিত হয়ে যাবে— আবুধাবির সবুজ গ্যালারিতে লাল-সবুজ পতাকা উড়বে সুপার ফোরের মঞ্চেও।

ডিআর/এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর