Logo

খেলা

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে কখন

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৯ সেপ্টেম্বর ২০২৫, ১১:০৩

এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের ম্যাচ কবে কখন

এশিয়া কাপে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল সুপার ফোরে পৌঁছেছে। ‘বি’ গ্রুপের শেষ ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে শ্রীলঙ্কা জয় লাভ করায় বাংলাদেশ ৪ পয়েন্ট নিয়ে গ্রুপের রানার্সআপ হিসেবে সুপার ফোরে ওঠে।

গ্রুপ পর্বে তিন ম্যাচের সব কটিতে জয়ী শ্রীলঙ্কা ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়েছে। বাংলাদেশের পাশাপাশি ‘এ’ গ্রুপ থেকে সুপার ফোরে উঠেছে ভারত ও পাকিস্তান। সুপার ফোর পর্ব শুরু হবে ২০ সেপ্টেম্বর এবং শেষ হবে ২৬ সেপ্টেম্বর। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে ২৮ সেপ্টেম্বর।

সুপার ফোরে প্রতিটি দল অপর দলগুলোর সঙ্গে একবার করে খেলবে, অর্থাৎ প্রতিটি দল তিনটি ম্যাচ খেলবে।

বাংলাদেশ দলের সুপার ফোর সূচি

তারিখপ্রতিপক্ষভেন্যু
২০ সেপ্টেম্বর শ্রীলঙ্কাদুবাই
২৪ সেপ্টেম্বরভারতদুবাই
২৫ সেপ্টেম্বরপাকিস্তানদুবাই

বাংলাদেশ সময় প্রতিটি ম্যাচ শুরু হবে সকাল ৮টা ৩০ মিনিটে। প্রথম ম্যাচে লিটন দাসের নেতৃত্বে টাইগাররা মুখোমুখি হবে শ্রীলঙ্কার বিপক্ষে। একই ভেন্যুতে ভারত ও পাকিস্তানের সঙ্গে যথাক্রমে ২৪ ও ২৫ সেপ্টেম্বর তাদের শেষ দুই সুপার ফোর ম্যাচ অনুষ্ঠিত হবে।

বাংলাদেশের ক্রিকেট সমর্থকদের জন্য সুপার ফোরে প্রতিটি ম্যাচই উত্তেজনাপূর্ণ হতে যাচ্ছে বলে আশা করা হচ্ছে।

এমএইচএস

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এশিয়া কাপ বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর