Logo

খেলা

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:১৮

পাকিস্তানকে হারিয়ে ফাইনালে বাংলাদেশ

শ্রীলঙ্কার কলম্বোতে চলমান সাফ অনূর্ধ্ব-১৭ ফুটবল টুর্নামেন্টে দুর্দান্ত জয় পেয়েছে বাংলাদেশ। পাকিস্তানকে ২-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছে লাল-সবুজের কিশোররা।

বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) কলম্বোর রেসকোর্স স্টেডিয়ামে ম্যাচের শুরুতেই আক্রমণাত্মক খেলায় এগিয়ে যায় বাংলাদেশ। ম্যাচের মাত্র তৃতীয় মিনিটেই গোল পায় দলটি।

পাকিস্তানের গোলরক্ষক সতীর্থ ডিফেন্ডারকে বল দেওয়ার চেষ্টা করলে ভুল বোঝাবুঝিতে সেটি বাংলাদেশ দখলে নেয়। গোলরক্ষকের দ্বিতীয়বার ব্যর্থতায় অধিনায়ক নাজমুল হুদা ফয়সাল বলের নিয়ন্ত্রণ নিয়ে কাটিয়ে শট করে জালে জড়ান।

প্রথম গোলের এক মিনিট পরেই আসে দ্বিতীয় গোল। ডান প্রান্ত থেকে দারুণ গতিতে বল এগিয়ে নিয়ে বক্সে প্রবেশ করেন ফরোয়ার্ড অপু। পাকিস্তানের দুই ডিফেন্ডারকে কাটিয়ে কোনাকুনি শটে গোল করেন তিনি।

দুই দ্রুতগতির গোল হজমের পর পাকিস্তান ম্যাচে ফিরতে চেষ্টা চালায়। একইসঙ্গে বাংলাদেশও কয়েকটি সুযোগ তৈরি করে। তবে এরপর আর কোনো গোল হয়নি। শেষ পর্যন্ত ২-০ গোলের জয় নিয়েই ফাইনালে পৌঁছে বাংলাদেশ।

পাকিস্তান গ্রুপ পর্বে দাপুটে ফুটবল খেললেও সেমিফাইনালে ব্যর্থ হয়। প্রথম দুই ম্যাচে জয় পাওয়া দলটি শেষ ম্যাচে ভারতের কাছে ৩-২ গোলে হেরেছিল। আজকের ম্যাচে তারা বাংলাদেশের জালে বল জড়াতে পারেনি।

বৃহস্পতিবার রাতেই একই ভেন্যুতে অনুষ্ঠিত হবে দ্বিতীয় সেমিফাইনাল। সেখানে মুখোমুখি হবে ভারত ও নেপাল। সেই ম্যাচের বিজয়ী দল আগামী ২৭ সেপ্টেম্বর ফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ হবে।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

টিভিতে আজকের খেলা বাংলাদেশ ফুটবল

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর