-68d558af379b3.jpg)
এশিয়া কাপ টি-টোয়েন্টিতে পাকিস্তানের বিপক্ষে টসে জিতে ফিল্ডিংয়ে নেমেছে বাংলাদেশ। এ ম্যাচে জিতলেই বাংলাদেশ এশিয়া কাপের ফাইনালে পৌঁছাবে। আর হারলে বিদায়।
বাংলাদেশ সময় বৃহস্পতিবার (২৫ সেপ্টেম্বর) রাত সাড়ে ৮টায় দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস জিতে ফিল্ডিং করার সিদ্ধান্ত নিয়েছেন বাংলাদেশের ভারপ্রাপ্ত অধিনায়ক জাকের আলি।
ইনজুরির কারণে ভারতের বিপক্ষে ম্যাচে অনুপস্থিত লিটন দাস পাকিস্তানের বিপক্ষে খেলছেন না। ভারত ম্যাচে বিশ্রামে থাকা তাসকিন আহমেদ পাকিস্তানের বিপক্ষে ফিরেছেন। মূলত পাকিস্তানকে লক্ষ্য করে বিশ্রাম দেওয়া হয়েছিল অভিজ্ঞ এ পেসারকেও। স্পিন আক্রমণে রাখা হয়েছে শেখ মাহেদীকে। বাদ দেওয়া হয়েছে ওপেনার তানজিদ তামিম, স্পিনার নাসুম আহমেদ ও পেসার সাইফউদ্দিন। তাদের জায়গায় খেলছেন নুরুল হাসান সোহান, শেখ মাহেদী ও তাসকিন আহমেদ।
পাকিস্তান এ ম্যাচে অপরিবর্তিত দল নিয়ে মাঠে নামছে। এশিয়া কাপের গ্রুপ পর্বে দুই ম্যাচে জয়ী ভারত ইতিমধ্যেই ফাইনালে পৌঁছেছে। শ্রীলঙ্কা দুই ম্যাচ হেরে বিদায় নিয়েছে। শ্রীলঙ্কার বিপক্ষে জয় পেয়েছে বাংলাদেশ ও পাকিস্তান। তাই আজকের ম্যাচের বিজয়ী দল খেলবে ফাইনালে।
বাংলাদেশ একাদশ : সাইফ হাসান, পারভেজ ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন, জাকের আলী, নুরুল হাসান, রিশাদ হোসেন, শেখ মাহেদী, তানজিম সাকিব, তাসকিন আহমেদ, মুস্তাফিজুর রহমান।
পাকিস্তান একাদশ : শাহিবজাদা ফারহান, ফখর জামান, সাইম আইয়ূব, সালমান আঘা, হুসেইন তালাত, মোহাম্মদ হারিস, মোহাম্মদ নওয়াজ, ফাহিম আশরাফ, শাহিন আফ্রিদি, হারিস রউফ, আবরার আহমেদ।
এমবি