Logo

খেলা

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২৯ সেপ্টেম্বর ২০২৫, ০৮:০০

এশিয়া কাপ চ্যাম্পিয়ন ভারত

এশিয়া কাপের ফাইনালে ব্যাটে-বলে দাপট দেখিয়ে চ্যাম্পিয়ন হয়েছে ভারত। পাকিস্তানের ১৪৬ রানের লক্ষ্য তাড়া করতে নেমে ২ বল হাতে রেখে ৫ উইকেটে জয় তুলে নেয় তারা। দুর্দান্ত ইনিংস খেলে দলকে শিরোপা এনে দেন তিলক ভার্মা।

রোববার (২৮ সেপ্টেম্বর) দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে টসে ব্যাটিংয়ে নেমে দুর্দান্ত শুরু করে পাকিস্তান। ওপেনার শাহিবজাদা ফারহান ও ফখর জামান ৯.৪ ওভারে তুলেছিলেন ৮৪ রান। তবে মাঝ ও শেষের ব্যাটাররা ব্যর্থ হলে ১৯.১ ওভারে দল থেমে যায় ১৪৬ রানে। 

ফারহান ৩৮ বলে ৫৭ রান করেন পাঁচটি চার ও তিন ছক্কায়। ফখর করেন ৩৫ বলে ৪৬ রান। কিন্তু একের পর এক উইকেট হারিয়ে মাত্র ১৫ রানের ব্যবধানে পাকিস্তানের শেষ ৭ ব্যাটার সাজঘরে ফেরেন।

ভারতের হয়ে বল হাতে সবচেয়ে সফল ছিলেন বাঁ-হাতি লেগ স্পিনার কুলদীপ যাদব। তিনি ৪ ওভারে ৩০ রানে নেন ৪ উইকেট। বরুণ চক্রবর্তী ও অক্ষর প্যাটেল শিকার করেন ২টি করে উইকেট।

জয়ের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। ২০ রানেই সাজঘরে ফেরেন অভিষেক শর্মা (৫), অধিনায়ক সূর্যকুমার যাদব (১) ও শুভমন গিল (১২)। তবে চতুর্থ উইকেটে তিলক ভার্মা ও সানজু স্যামসন ৫৭ রানের জুটি গড়ে দলকে চাপমুক্ত করেন। স্যামসন আউট হন ২৪ রানে। এরপর শিভাম দুবে (৩৩) যোগ দেন তিলকের সঙ্গে, গড়ে ওঠে আরেকটি ৬০ রানের জুটি।

শেষ পর্যন্ত ৫৪ বলে ৬৯ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে শিরোপা এনে দেন তিলক ভার্মা। তার ইনিংসে ছিল চারটি ছক্কা ও তিনটি চার। ম্যাচের গুরুত্বপূর্ণ সময়ে বাউন্ডারি মেরে সহজ করে ফেলেন ভারতের জয়।

এর আগে পাকিস্তানের পক্ষে ফাহিম আশরাফ ৪ ওভারে ২৯ রানে নেন ৩ উইকেট। তবে সেটি হার এড়াতে যথেষ্ট হয়নি। এশিয়া কাপের গ্রুপ পর্ব ও সুপার ফোরের মতো ফাইনালেও পাকিস্তানকে হারিয়ে এবারও চ্যাম্পিয়ন হলো ভারত।

সংক্ষিপ্ত স্কোর 

পাকিস্তান : ১৯.১ ওভারে ১৪৬/১০ (ফারহান ৫৭, ফখর ৪৬, সাইম ১৪, হারিস ০, সালমান ৮, তালাত ১, নাওয়াজ ৬, আফ্রিদি ০, ফাহিম ০, রউফ ৬, আবরার ১; দুবে ৩-০-২৩-০, বুমরাহ ৩.১-০-২৫-২, বরুন, ৪-০-৩০-২, অক্ষর ৪-০-২৬-২, কুলদীপ ৪-০-৩০-৪, তিলক ১-০-৯-০)

ভারত : ১৯.৩ ওভারে ১৫০/৫ (অভিষেক ৫, গিল ১২, যাদব ১, তিলক ৬৯*, সঞ্জু ২৪, দুবে ৩৩, রিংকু ৪*; আফ্রিদি ৪-০-২০-১, ফাহিম ৪-০-২৯-৩, নাওয়াজ ১-০-৬-০, রউফ ৩.৪-০-৫০-০, আবরার ৪-০-২৯-১, সাইম ৩-০-১৬-০)

ফল : ভারত ৫ উইকেটে জয়ী

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

এশিয়া কাপ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর