Logo

খেলা

আজ আফগানদের বিপক্ষে শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ০৩ অক্টোবর ২০২৫, ১৯:০১

আজ আফগানদের বিপক্ষে শিরোপা জয়ের মিশনে বাংলাদেশ

ছবি : সংগৃহীত

এশিয়া কাপে আফগানিস্তানকে হারিয়েই সুপার ফোরে জায়গা করে নিয়েছিল বাংলাদেশ। সেই আফগানদেরই তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথমটিতে হারিয়ে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেছে বাংলাদেশ। শুক্রবার (৩ অক্টোবর) সিরিজের দ্বিতীয় ম্যাচে জয় পেলে এক ম্যাচ হাতে রেখেই শিরোপা ঘরে তুলবে টাইগাররা।

এর আগে বৃহস্পতিবার (২ অক্টোবর) চ্যালেঞ্জিং ১৫২ রানের টার্গেট তাড়া করতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়লেও শেষদিকে নুরুল হাসান সোহান ও রিশাদ হোসেনের ঝড়ো ব্যাটিংয়ে জয় নিশ্চিত করে বাংলাদেশ। ম্যাচে ফিফটি করেন তানজিদ তামিম ও পারভেজ ইমন। তবে ৯ রানের ব্যবধানে ৬ উইকেট পতনের কারণে কিছুটা দুশ্চিন্তায় পড়ে দল।

ম্যাচ শেষে অধিনায়ক জাকের আলী বলেন, আন্তর্জাতিক ক্রিকেটে এমন হতেই পারে। তারাও ভালো দল। তবে ছেলেদের চেষ্টায় আমি খুব খুশি। আমাদের উন্নতির জায়গা আছে ব্যাটিং-বোলিংয়ে। আজকের জয় আমাদের আত্মবিশ্বাস দেবে। কালই (আজ) দ্বিতীয় ম্যাচ জিতে সিরিজ জয় নিশ্চিত করতে চাই।

প্রথম দুই ম্যাচ টানা দুই দিনে হওয়ায় আজকের ম্যাচটি বাংলাদেশের জন্য বিশেষ গুরুত্ব বহন করছে। জয় পেলে সিরিজ নিশ্চিত হবে, অন্যদিকে আফগানিস্তান সমতায় ফিরতে মরিয়া হয়ে নামবে মাঠে।

তিন ম্যাচ সিরিজের শেষ টি টোয়েন্টি অনুষ্ঠিত হবে আগামী ৫ অক্টোবর। এরপর শুরু হবে ওয়ানডে সিরিজ।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর