Logo

খেলা

সাইফ ঝড়ে আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ০৮:১০

সাইফ ঝড়ে আফগানদের হোয়াইটওয়াশ করল বাংলাদেশ

আফগানিস্তানের বিপক্ষে সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বোলিংয়ের পর সাইফ হাসানের ঝড়ো ব্যাটিংয়ে ৬ উইকেটের জয় পেয়েছে বাংলাদেশ। এতে তিন ম্যাচের সিরিজে ৩-০ ব্যবধানে আফগানদের হোয়াইটওয়াশ করেছে জাকের আলীর দল।

রোববার (৫ অক্টোবর) আরব আমিরাতের ক্রিকেট স্টেডিয়ামে টসে হেরে আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে মাত্র ১৪৩ রান তোলে আফগানিস্তান।

আগেই সিরিজ নিশ্চিত হওয়ায় এদিন মুস্তাফিজকে বিশ্রাম দেয় বাংলাদেশ। তবে সাইফউদ্দিন, নাসুম, শরিফুলরা কাটার মাস্টারের অভাব টের পেতে দেননি। প্রথম ৬ ওভারে তিন উইকেট তুলে নিয়ে আফগানদের চাপে ফেলে দেয় বাংলাদেশ বোলাররা।

ওপেনার ইব্রাহিম জাদরান (৭), রহমানুল্লাহ গুরবাজ (১২) ও ওয়াফিউল্লাহ তারাখিল (১১) দ্রুত সাজঘরে ফেরেন। পরে আজমতুল্লাহ ওমরজাই (৩), মোহাম্মদ নবী (১) ও সাদিকুল্লাহ আতাল (২৮) ব্যর্থ হন। 

আফগানদের ইনিংস টেনে নেওয়ার চেষ্টা করেন দারভিশ রাসুলি ও মুজিব উর রহমান। রাসুলি ২৯ বলে ৩২ রান করে ফেরেন। আর মুজিব ১৮ বলে ২৩ রানের অপরাজিত ইনিংস খেলেন।

বাংলাদেশের হয়ে সাইফউদ্দিন ৩ ওভারে ১৫ রান দিয়ে নেন সর্বোচ্চ ৩ উইকেট। নাসুম আহমেদ ও তানজিম সাকিব ২টি করে উইকেট নেন। শরিফুল ইসলাম ও রিশাদ হোসেন শিকার করেন ১টি করে উইকেট।

বাংলাদেশ ১৪৪ রানের টার্গেটে ব্যাট করতে নেমে শুরুতেই ২৪ রানের ওপেনিং জুটি গড়ে। পারভেজ ইমন (১৪) আউট হলেও দ্বিতীয় উইকেটে তানজিদ তামিম (৩৩) ও সাইফ হাসান ৫৫ রান যোগ করে ম্যাচ সহজ করে দেন। তবে জাকের আলী (১০) ও শামীম পাটোয়ারি (০) দ্রুত ফেরায় কিছুটা শঙ্কা তৈরি হয়।

চারটি চার ও এক ছক্কায় ৩৩ রান করে আউট হন। ৩০ রান যোগ হতেই সাজঘরে ফেরেন জাকের আলী। ওই জুটিতে ১১ বলে ১০ রানের অবদান ছিল তার। পরের বলে শামীম পাটোয়ারি গোল্ডেন ডাক মেরে ফিরলে ম্যাচ কঠিন হওয়ার শঙ্কা জাগে।

এরপর নুরুল হাসান সোহানকে নিয়ে ম্যাচ শেষ করে আসেন সাইফ। ৩৮ বলে ৬৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন তিনি। যেখানে ছিল মাত্র দুটি চার ও সাতটি ছক্কা। সোহান অপরাজিত থাকেন ৯ বলে ১০ রানে।

অবশেষে ১২ বল হাতে রেখে ৬ উইকেটে জয় তুলে নেয় বাংলাদেশ। 

আফগানদের হয়ে মুজিব উর রহমান ২টি উইকেট নেন। রশিদ খান উইকেটশূন্য থাকলেও দেন মাত্র ১৩ রান।

এ জয়ের মধ্য দিয়ে বাংলাদেশ ৩-০ ব্যবধানে আফগানদের হোয়াইটওয়াশ করে টি-২০ সিরিজ জিতে নেয়।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ক্রিকেট বোর্ড

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর