Logo

খেলা

নানা নাটকীয়তা শেষে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

Icon

ক্রীড়া প্রতিবেদক

প্রকাশ: ০৬ অক্টোবর ২০২৫, ১২:৫০

নানা নাটকীয়তা শেষে বিসিবি নির্বাচনের ভোটগ্রহণ চলছে

নানা নাটকীয়তার পর অবশেষে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বহুল আলোচিত নির্বাচনের ভোটগ্রহণ চলছে। সোমবার (৬ অক্টোবর) সকাল ১০টায় রাজধানীর সোনারগাঁও হোটেলে কড়া নিরাপত্তার মধ্যে আনুষ্ঠানিকভাবে ভোটগ্রহণ শুরু হয়। যা চলবে বিকেল ৪টা পর্যন্ত।

নির্বাচনে অংশ নিচ্ছেন নাজমুল আবেদীন ফাহিম, দেবব্রত পাল, খালেদ মাসুদ পাইলট, ইফতেখার আহমেদ মিঠুর মতো হেভিওয়েট প্রার্থীরা। 

নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, ভোট শেষে সন্ধ্যা ৬টার মধ্যে পরিচালক পদে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এরপর সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হবে সভাপতি ও সহসভাপতি নির্বাচন। রাত ৯টায় চূড়ান্ত ফল প্রকাশ করা হবে।

রোববার আদালতের নির্দেশে ১৫ ক্লাবের ওপর থেকে স্থগিতাদেশ প্রত্যাহার হওয়ায় মোট ৭৬ ক্লাবের কাউন্সিলর ভোট দিতে পারবেন। তবে যারা প্রার্থীতা প্রত্যাহার করেছেন, তারা শুধু ভোট দিতে পারবেন, নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না। 

বিশেষ করে ঢাকার ক্লাব কোটা বা ক্যাটেগরি-২ নির্বাচন তামিম ইকবাল, ফাহিম সিনহা ও রফিকুল ইসলাম বাবুর মতো হেভিওয়েট প্রার্থীরা সরে দাঁড়ানোর কারণে অনেকটাই ফিকে হয়ে গেছে। তবুও এ ক্যাটেগরিতে ১৭ জন প্রার্থী লড়ছেন। যাদের মধ্যে ১২ জন নির্বাচিত হবেন।

জেলা ও বিভাগভিত্তিক ক্যাটেগরি-১ এ মোট ৭২ ভোটে নির্বাচিত হবেন ১০ পরিচালক। এর মধ্যে ৯ জন ইতিমধ্যেই বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। রংপুর বিভাগে ভোট হবে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন মোহাম্মদ হাসানুজ্জামান, রেহাতুল ইসলাম খোকা ও মোহাম্মদ নুর এ শাহাদাৎ স্বপন।

আগামী নির্বাচনের মাধ্যমে দেশের ক্রিকেট প্রশাসনের নতুন নেতৃত্ব নির্ধারিত হবে। ১ সেপ্টেম্বর ঘোষিত তফসিলের পর থেকে চলা জল্পনা-কল্পনার পর সোমবার (৬ অক্টোবর) অবশেষে অনুষ্ঠিত হচ্ছে বহুল আলোচিত বিসিবি নির্বাচন।

এমবি 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি সভাপতি

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর