
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নতুন কমিটি দায়িত্ব নেওয়ার পর প্রথম দিনেই বেশ কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এর মধ্যে অন্যতম হলো দেশের মাদরাসাগুলোতেও ক্রিকেট চালুর উদ্যোগ।
মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে বিসিবির প্রথম বোর্ড সভায় নবনির্বাচিত পরিচালকদের মধ্য থেকে ২৩টি কমিটির প্রধান নির্বাচন করা হয়। পরে সন্ধ্যায় স্থানীয় একটি হোটেলে আয়োজিত অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে আলাপকালে বিসিবি সভাপতি ও জাতীয় দলের সাবেক অধিনায়ক আমিনুল ইসলাম বুলবুল এই পরিকল্পনার কথা জানান।
আরও পড়ুন : খেলাধুলা নিয়ে ইসলাম যা বলে
তিনি বলেন, ‘মাদরাসায় লাখ লাখ ছাত্র আছে, সেখান থেকে যদি কিছু ক্রিকেটার আসে, সেই ব্যবস্থাই করছি। ক্রিকেট তো সবার হওয়া উচিত। এখন বাংলাদেশে সবাই ক্রিকেট খেলতে চায়। সব বয়সের, সব সেক্টরের মানুষকে আমরা ক্রিকেটে আনতে চাই। মাদরাসা তারই একটি অংশ।’
বিসিবি সভাপতি আরও বলেন, ‘এডুকেশনাল ইনস্টিটিউটগুলোতে ক্রিকেট ছড়িয়ে দিতে চাই আমরা। স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়— সব জায়গাতেই ক্রিকেটকে একটি পাথেয় হিসেবে তৈরি করতে চাই। মাদরাসাকে বাদ দেওয়া ঠিক হবে না।’
মাদরাসার ছাত্রদের নিয়ে কোন ফরম্যাটে খেলা আয়োজন করা হতে পারে, সে বিষয়েও ইঙ্গিত দেন বুলবুল। তিনি জানান, বিস্তারিত আলোচনা এখনো হয়নি, তবে প্রাথমিকভাবে ছোট ফরম্যাটে (টি-টোয়েন্টি) খেলা আয়োজন করা হতে পারে।
জানা গেছে, ১০ ওভারের ম্যাচ আয়োজনের পরিকল্পনা রয়েছে এবং আসর থেকে মাগরিবের সময় পর্যন্ত খেলাটি অনুষ্ঠিত হতে পারে।