Logo

খেলা

রাত ৮ টায় এএফসি বাছাইয়ে মাঠে নামছে বাংলাদেশ, জেনে নিন শুরুর একাদশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ১৯:২৫

রাত ৮ টায় এএফসি বাছাইয়ে মাঠে নামছে বাংলাদেশ, জেনে নিন শুরুর একাদশ

এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে টিকে থাকার লড়াইয়ে আজ বৃহস্পতিবার রাতে হংকং চায়নার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ। এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কারণ তিন পয়েন্ট না পেলে টুর্নামেন্টে তাদের আশা কার্যত শেষ হয়ে যাবে। ম্যাচটি শুরু হবে আজ রাত ৮টায়। দেখাবে টি স্পোর্টস, নাগরিক টিভি। ওটিটি প্ল্যাটফর্মেও থাকছে দেখার সুযোগ। টি স্পোর্টস ডিজিটাল, বঙ্গ বিডি ও ইমপ্রেস টেলিফিল্মের ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনেও দেখা যাবে ম্যাচ।

বাছাইপর্বে সি’ গ্রুপের টেবিলের শীর্ষে থাকা সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট সমান ৪ করে। এখন পর্যন্ত টেবিলের চূড়ায় থাকার লড়াইটাও চলছে এই দুই দলের মধ্যে। ভারত ও বাংলাদেশের পয়েন্ট ১ করে। তালিকায় তলানিতে থাকা দলের একটি জয়ই বদলে দিতে পারে অনেক কিছু।

ভারতের পর সিঙ্গাপুর ম্যাচেও রাখা হয়নি জামাল ভুঁইয়াকে। গতকালও এ নিয়ে প্রশ্ন উঠে সংবাদ সম্মেলনে। মাঠে নামানো হোক বা না হোক অধিনায়ক থাকছেন জামালই, এমনটাই বলছিলেন কোচ হাভিয়ের কাবরেরা। আরও একবার দলের অধিনায়ককে একাদশে রাখলেন না স্প্যানিশ এই কোচ। 

জামালের মতো শুরুর একাদশে জায়গা পাননি ইতালি প্রবাসী ফাহামিদুল ইসলাম। নম্বর নাইন পজিশনে খেলবেন শেখ মোরছালিন।

রাইট উইংয়ের রাকিব হোসেন। লেফট উইংয়ে জায়গা পেয়েছেন ফয়সাল আহমেদ ফাহিম। মিডফিল্ডে হামজা চৌধুরীর সঙ্গে সোহেল রানা সিনিয়র ও সোহেল রানা জুনিয়র। শুরুর একাদশে জায়গা পাননি কানাডা প্রবাসী শমিত সোম। রক্ষণ সামলাবেন সাদ উদ্দিন, তারিক কাজী, শাকিল আহাদ তপু ও তাজ উদ্দিন। 

বাংলাদেশের একাদশ: মিতুল, তারিক কাজী, শাকিল আহাদ, তাজ উদ্দিন,সাদ উদ্দিন, হামজা চৌধুরী, শেখ মোরসালিন, সোহেল রানা,সোহেল রানা জুনিয়র, রাকিব হোসেন ও ফয়সাল ফাহিম।

ডিআর/আইএইচ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর