Logo

খেলা

হামজার ফ্রি কিকে ১৩ মিনিটেই এগিয়ে গেলো বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ০৯ অক্টোবর ২০২৫, ২০:৩১

হামজার ফ্রি কিকে ১৩ মিনিটেই এগিয়ে গেলো বাংলাদেশ

এশিয়ান কাপ ফুটবলের বাছাই পর্বে টিকে থাকার লড়াইয়ে হংকংয়ের বিপক্ষে ১৩ মিনিটেই গোল করেছেন হামজা চৌধুরী। এই ম্যাচে জয়ের বিকল্প নেই। কারণ তিন পয়েন্ট না পেলে টুর্নামেন্টে তাদের আশা কার্যত শেষ হয়ে যাবে। 

১৩ মিনিটে বাংলাদেশ এগিয়ে যায়। হামজা চৌধুরীর ডান পায়ের বাঁকানো ফ্রি-কিক এক ডিফেন্ডারের মাথা ছুঁয়ে গোলকিপারের ওপর দিয়ে জড়িয়ে যায় জালে। লাল সবুজ জার্সিতে দ্বিতীয় গোল করলেন হামজা। গত জুনে প্রীতি ম্যাচে ভুটানের বিপক্ষে প্রথম গোল এসেছিল।

বাছাইপর্বে সি’ গ্রুপের টেবিলের শীর্ষে থাকা সিঙ্গাপুর ও হংকংয়ের পয়েন্ট সমান ৪ করে। এখন পর্যন্ত টেবিলের চূড়ায় থাকার লড়াইটাও চলছে এই দুই দলের মধ্যে। ভারত ও বাংলাদেশের পয়েন্ট ১ করে। তালিকায় তলানিতে থাকা দলের একটি জয়ই বদলে দিতে পারে অনেক কিছু।

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর