
আফগানিস্তানের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি হেরে ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে দলের জন্য চ্যালেঞ্জ আরও বড়।
শনিবার (১১ অক্টোবর) আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে টস জিতে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহীদি ব্যাটিং করার সিদ্ধান্ত নেন। ফলে আগে বোলিং করার সুযোগ পেয়েছে বাংলাদেশ।
একাদশে দুটি পরিবর্তন এনেছে বাংলাদেশ। তাসকিন আহমেদ ও হাসান মাহমুদের জায়গায় ফিরেছেন মুস্তাফিজুর রহমান ও রিশাদ হোসেন। অন্যদিকে প্রথম ম্যাচে জয় পাওয়া দলটির ওপরই আস্থা রেখেছে আফগানিস্তান।
আফগানিস্তান একাদশ : রাহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, সেদিকউল্লাহ আতাল, রেহমাত শাহ, হাশমাতউল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমাতউল্লাহ ওমারজাই, মোহাম্মদ নাবি, রাশিদ খান, নানগেয়ালিয়া খারোটে, এএম গাজানফার, বাশির আহমাদ।
বাংলাদেশ একাদশ : তানজিদ হাসান, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসান, তাওহিদ হৃদয়, মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), নুরুল হাসান, জাকের আলি, তানজিম হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, মুস্তাফিজুর রহমান।
এমবি