বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ফুটবল দলের স্পন্সর হলো ওয়ালটন

ডিজিটাল ডেস্ক
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৫:০১

বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের সঙ্গে পার্টনারশিপ করেছে ইলেকট্রনিক্স ও প্রযুক্তি খাতের শীর্ষ ব্র্যান্ড ওয়ালটন। এফএএ (আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন) এবং ওয়ালটনের মধ্যে এক বছরের জন্য চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যার মাধ্যমে ওয়ালটন হবে আর্জেন্টিনা দলের অফিসিয়াল রিজিওনাল স্পন্সর।
চুক্তি অনুযায়ী, এখন থেকে আর্জেন্টিনা দলের খেলোয়াড় মেসি ও মার্টিনেজদের সঙ্গে ওয়ালটনের পণ্য ও ব্র্যান্ডিং কার্যক্রম যুক্ত থাকবে। এটির মাধ্যমে ওয়ালটন আন্তর্জাতিক বাজারে নিজেদের ব্র্যান্ড প্রসারের পাশাপাশি বিশ্বের শতাধিক দেশে ব্যবসা সম্প্রসারণের লক্ষ্য অর্জনের পথে আরও এগোবে।
ওয়ালটনের চিফ মার্কেটিং অফিসার জোহেব আহমেদ বলেন, ‘বাংলাদেশে ফুটবল বিশ্বকাপ এক উন্মাদনার নাম। আর্জেন্টিনা দলের সঙ্গে আমাদের এই পার্টনারশিপ বাংলাদেশের ফুটবলভক্তদের কাছে ওয়ালটনকে আরও কাছে নিয়ে আসবে। এটি শুধু ব্র্যান্ডিং নয়, বরং বাংলাদেশের অবস্থান বিশ্বমঞ্চে দৃঢ়ভাবে তুলে ধরবে।’
বাংলাদেশের ফুটবলপ্রেমীদের মধ্যে আর্জেন্টিনা দলের প্রতি বিশেষ আবেগ থাকায় ওয়ালটনের সঙ্গে তাদের সম্পৃক্ততা দেশজুড়ে ব্যাপক উৎসাহ ও আনন্দের সৃষ্টি করেছে। ২০২৬ ফিফা বিশ্বকাপে আর্জেন্টাইন খেলোয়াড়দের মাঠ মাতানো এবং ওয়ালটনের পণ্য বিশ্বজুড়ে জনপ্রিয় হওয়ার প্রত্যাশা করছে সংশ্লিষ্টরা।
এমএইচএস