Logo

খেলা

দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১২:২৫

দুপুরে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে শনিবার মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হবে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ। ম্যাচটি শুরু হবে দুপুর ১টা ৩০ মিনিটে।

বিশ্বকাপের র‍্যাংকিং পয়েন্ট মাথায় রেখেই মাঠে নামবে দুই দল। ২০২৭ সালের বিশ্বকাপের স্বয়ংক্রিয় যোগ্যতা অর্জনের পথে এগিয়ে থাকতে চাইছে উভয় পক্ষই। ইতিহাস বলছে, দুই দলের লড়াই বরাবরই ছিল প্রায় সমানে সমান। এ পর্যন্ত ছয়টি করে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজ।

আফগানিস্তানের বিপক্ষে সাম্প্রতিক ৩-০ ব্যবধানে হারের পর বাংলাদেশ দল এখন ঘুরে দাঁড়ানোর অপেক্ষায়। টানা পাঁচটি ওয়ানডে সিরিজ হার এড়াতে এবং আত্মবিশ্বাস ফিরে পেতে এই হোম সিরিজটি টাইগারদের জন্য হতে পারে পুনর্জাগরণের বড় সুযোগ।

আইএইচ/

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর