Logo

খেলা

২০৭ রানে অলআউট বাংলাদেশ, হৃদয়ের ফিফটিতে সান্ত্বনা

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ১৮ অক্টোবর ২০২৫, ১৭:৫৯

২০৭ রানে অলআউট বাংলাদেশ, হৃদয়ের ফিফটিতে সান্ত্বনা

আউট হয়ে ফিরে যাচ্ছেন সৌম্য সরকার। ছবি : সংগৃহীত

মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ৫০ ওভার টিকতে পারল না বাংলাদেশ। রোমারিও শেফার্ডের করা শেষ ওভারের চতুর্থ বলে রান নিতে গিয়ে রানআউট হন মোস্তাফিজুর রহমান।

শনিবার (১৮ অক্টোবর) মিরপুরে টস হেরে আগে ব্যাট করতে নামে বাংলাদেশ। 

৪৯.৪ ওভারে অলআউট হয় দলটি ২০৭ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৫১ রান করেছেন তাওহিদ হৃদয়। এ ছাড়া ৪৬ রান করেছেন মাহিদুল ইসলাম অঙ্কন।

শেষ দিকে রিশাদ হোসেন ও তানভীর ইসলামের ব্যাটে ২০০ ছোঁয় বাংলাদেশ। রিশাদ ১৩ বলে ঝোড়ো ২৬ রান করেন দুটি ছক্কায়, আর তানভীর শেষ ওভারের প্রথম বলেই হাঁকান ছক্কা। 

এর আগে ব্যাটিং ব্যর্থতার দিনেও কিছুটা আলো দেখিয়েছে তরুণরা। ইনিংসে সর্বোচ্চ ৫১ রান করেন তাওহিদ হৃদয়। অভিষেকে দারুণ খেলেছেন মাহিদুল ইসলাম, ৭৬ বলে ৪৬ রান করে ফিরেছেন মাত্র ৪ রানের জন্য ফিফটি মিস করে। নাজমুল হোসেন শান্ত ৩২ ও মিরাজ করেছেন ১৭ রান।

দলের শুরুটাই ছিল বিপর্যয়ের। ওপেনার সাইফ হাসান (৩) ও সৌম্য সরকার (৪) ফিরেছেন পাওয়ার প্লেতেই। এরপর নাজমুল ও হৃদয়ের ৭১ রানের জুটি দলকে একটু স্থিতি দেয়, কিন্তু ধারাবাহিক উইকেট পতনে গতি হারায় ইনিংস।

শেষ তিন ম্যাচে প্রথমে ব্যাটিং করে বাংলাদেশের সংগ্রহ যথাক্রমে ২০৯, ১৭১ ও ২০৭। আগের দুইবারই হেরেছিল বাংলাদেশ, প্রতিপক্ষ ছিল ইংল্যান্ড ও নিউজিল্যান্ড। এবারও সেই ব্যাটিং দুরবস্থা কাটেনি।

ওয়েস্ট ইন্ডিজের বোলারদের মধ্যে সিলস ৩ উইকেট নিয়েছেন ৪৮ রানে, চেজ ২টি এবং গ্রিভসও পেয়েছেন ২ উইকেট।

সংক্ষিপ্ত স্কোর 
বাংলাদেশ ২০৭ (হৃদয় ৫১, মাহিদুল ৪৬, নাজমুল ৩২, রিশাদ ২৬; সিলস ৩/৪৮, চেজ ২/৩০, গ্রিভস ২/৩২)।

এমএইচএস 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর