Logo

খেলা

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৫:১২

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ে বাংলাদেশ

মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে তিন ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টস জিতে প্রথমে ব্যাটিংয়ে স্বাগতিক বাংলাদেশ। 

সিরিজের প্রথমে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজকে ৭৪ রানে হারিয়েছিল বাংলাদেশ। ওই ম্যাচের একাদশ থেকে একটি পরিবর্তন এনেছে টাইগাররা। পেসার তাসকিন আহমেদের জায়গায় সুযোগ পেয়েছেন স্পিনার নাসুম আহমেদ। 

ওয়েস্ট ইন্ডিজ একাদশে দু’টি পরিবর্তন হয়েছে। জেইডেন সিলেস ও রোমারিও শেফার্ডের পরিবর্তে একাদশে জায়গা পেয়েছেন আকিল হোসেন ও আকিম অগাস্তে। 

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে এখন পর্যন্ত ৪৮ ম্যাচ খেলে ২২টিতে জিতেছে বাংলাদেশ। ওয়েস্ট ইন্ডিজের জয় ২৪টিতে। বাকি দুই ম্যাচ পরিত্যক্ত হয়।

বাংলাদেশ একাদশ : মেহেদি হাসান মিরাজ (অধিনায়ক), সৌম্য সরকার, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, তাওহিদ হৃদয়, মাহিদুল ইসলাম অঙ্কন, নুরুল হাসান, রিশাদ হোসেন, তানভির ইসলাম, নাসুম আহমেদ ও মুস্তাফিজুর রহমান।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ : শাই হোপ (অধিনায়ক), ব্রান্ডন কিং, অ্যালিক আথানাজে, কেসি কার্টি, শেরফেন রাদারফোর্ড, জাস্টিন গ্রেভস, রোস্টন চেজ, গুদাকেশ মোতি, খারি পাইরি, আকিল হোসেন ও আকিম অগাস্তে।

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর