Logo

খেলা

ক্যারিবিয়ানদের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

Icon

বাংলাদেশের প্রতিবেদক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ১৭:১২

ক্যারিবিয়ানদের বিপক্ষে চ্যালেঞ্জিং পুঁজি বাংলাদেশের

ছবি : সংগৃহীত

সিরিজ জয়ের লক্ষ্য নিয়ে মঙ্গলবার (২১ অক্টোবর) দ্বিতীয় ওয়ানডে ক্যারিবিয়ানদের বিপক্ষে মাঠে নামে বাংলাদেশ দল। এদিন আগে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজকে ২১৩ রানের চ্যালেঞ্জিং লক্ষ্য দিয়েছে লাল-সবুজের প্রতিনিধিরা।

এর আগে টস জিতে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। ১৬ বলে ৬ রান করে আউট হন সাইফ হাসান। অপর প্রান্ত থেকে সৌম্য লড়াই করলেও বাকিরা ইনিংস বড় করতে পারেননি।

হৃদয় (১২), নাজমুল হোসেন শান্ত (১৫), মাহিদুল ইসলাম অঙ্কন আউট হন ১৭ রানে। এতে ১০৩ রানে ৫ উইকেট হারায় বাংলাদেশ। অন্যদিকে ফিফটির খুব কাছে গিয়েও ৫ রানের আক্ষেপ নিয়ে সাজঘরে ফেরেন সৌম্য সরকার। ২৬ বলে ১৪ রান করে তাকে সঙ্গ দেন নাসুম আহমেদ।

এরপর নুরুল হাসান সোহানকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করতে থাকেন মেহেদী হাসান মিরাজ। কিন্তু ২৪ বলে ২৬ রান করে মোতির বলে ক্যাচ আউট হন সোহান। 

এরপর পিচে এসে বলে বলে বাউন্ডারি মেরে রান তুলতে থাকেন রিশাদ, আর তাকে যোগ্য সঙ্গ দেন মিরাজ। শেষ পর্যন্ত মিরাজের ৫৮ বলে ৩২ ও রিশাদের ১৪ বলে ৩৯ রানের ক্যামিওতে ২১৩ রানের চ্যালেঞ্জিং পুঁজি পায় বাংলাদেশ।

ওয়েস্ট ইন্ডিজের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট শিকার করেন মুদাকেশ মোতি। এ ছাড়াও অ্যালিক অ্যাথানাজে ও আখিল হোসেন দুটি করে উইকেট শিকার করেন।

এএ

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর