Logo

খেলা

সুপার ওভারে হারল বাংলাদেশ

Icon

স্পোর্টস ডেস্ক

প্রকাশ: ২১ অক্টোবর ২০২৫, ২১:৩২

সুপার ওভারে হারল বাংলাদেশ

ইনিংসের শেষ বলে ক্যাচ ছাড়লেন সোহান— জয়ের দুয়ারে দাঁড়িয়েও হারতে হলো বাংলাদেশকে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে নির্ধারিত ৫০ ওভার শেষে ম্যাচ টাই হওয়ার পর সুপার ওভারে মাত্র ১ রানে হেরে গেল বাংলাদেশ।

মঙ্গলবার (২১ অক্টোবর) মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে এই রোমাঞ্চকর ম্যাচে সুপার ওভারে দারুণ এক ক্যাচ নিলেও অন্যটি ছাড়ে বাংলাদেশ। সুযোগ নিয়ে ১১ রানের লক্ষ্য দেয় ক্যারিবীয়রা। ওয়াইড ও নো বলের সুবাদে বাংলাদেশ ১ বলে ৫ রান পেলেও শেষ পর্যন্ত ১ রানে হেরেছে বাংলাদেশ।

ইনিংসের ৫০ ওভারই স্পিনার দিয়ে করায় ওয়েস্ট ইন্ডিজ। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যে ঘটনা প্রথম। খানিকটা খটকা- রেকর্ডটা ওয়েস্ট ইন্ডিজের হলো নাকি মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের। ওয়েস্ট ইন্ডিজ রোগী বুঝেই চিকিৎসা দিয়েছে। বাংলাদেশকে দুইশ’ রানের মধ্যে আটকানোর সুযোগ তৈরি করে ২১৩ রানে আটকে রাখে। ওই রানেই লড়াই জমিয়ে তোলে বাংলাদেশের স্পিন ত্রিফলা। শেষ পর্যন্ত শেই হোপের ব্যাটে ম্যাচ টাই হয়।

সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছিল বাংলাদেশ। অব্যবহৃত মিরপুরের পাঁচ নম্বর উইকেটে খেলা হলেও স্পিনাররা যে পার্থক্য গড়বে বুঝতে বাকি ছিল না কোন দলের। ক্যারিবীয়দের স্পিন ফাঁদে ৯৬ রানে শুরুর ৪ উইকেট হারিয়ে বিপদেই পড়ে বাংলাদেশ। একে একে ফিরে যান সাইফ হাসান (৬), তাওহীদ হৃদয় (১২), নাজমুল শান্ত (১৫) ও মাহিদুল অঙ্কনরা (১৭)। 

তবু ভরসা দিচ্ছিলেন সৌম্য সরকার। তিনি ৮৯ বল খেলে ৪৫ রান করে ক্যাচ দেন। তিন চার ও একটি ছক্কা মারেন। বাংলাদেশ ১০৩ রানে পঞ্চম ও ১২৮ রানে ষষ্ঠ উইকেট হারায়। সেখান থেকে দুইশ’ ছাড়ানো পুঁজি এনে দেন মিরাজ-নুরুল হাসান ও রিশাদ। এর মধ্যে  ক্যামিও ইনিংস খেলা রিশাদ ১৪ বলে ৩৯ রান করেন। তিনটি করে চার ও ছক্কা মারেন তিনি। সোহান ২৪ বলে ২৩ রানের কার্যকরী ইনিংস খেলেন। দুটি চার ও একটি ছক্কা মারেন তিনি। নাসুম ১৪ রান যোগ করেন। মিরাজ ৫৮ বলে ৩২ রানের হার না মানা ইনিংস খেলেন।

জবাব দিতে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। সেখান থেকে দ্বিতীয় উইকেটে ৫২ রানের জুটি পেলেও ১০৩ রানে হারায় পঞ্চম উইকেট। ১৩৩ রানে তাদের ৭ উইকেট নিয়ে ম্যাচ হাতে নিয়ে আসে বাংলাদেশ। সেখান থেকে শেই হোপ ও জাস্টিন গ্রেভস ৪৪ রানের জুটি গড়ে ম্যাচ কঠিন বানিয়ে ফেলেন। গ্রেভস ২৬ করে রান আউট হলে ম্যাচে ফেরে বাংলাদেশ।

কিন্তু শেষ পর্যন্ত হোপেই ভেঙেছে আশা। তিনি ৬৭ বলে ৫৩ রান করে অপরাজিত থাকেন। চারটি চারের শট মারেন তিনি। শেষ ওভারে বল হাতে নিয়ে ক্যারিবীদের আটকেই দিয়েছিলেন সাইফ। একটা উইকেট তুলে নেন তিনি। শেষ বলে রাখেন ৩ রান। ওই বলে খেরি পেরি ক্যাচ দিলেও তা বেশ খানিকটা দৌড়ে গিয়ে লাফিয়ে পড়েও গ্লাভস বন্দি করতে পারেননি সোহান। 

প্রাসঙ্গিক সংবাদ পড়তে নিচের ট্যাগে ক্লিক করুন

বাংলাদেশ ক্রিকেট বাংলাদেশ ওয়েস্ট ইন্ডিজ সিরিজ

Logo
সম্পাদকমণ্ডলীর সভাপতি মোস্তফা কামাল মহীউদ্দীন ভারপ্রাপ্ত সম্পাদক সৈয়দ মেজবাহ উদ্দিন প্রধান, ডিজিটাল সংস্করণ হাসনাত কাদীর